ইউক্রেন সংসদের স্পীকার আলেক্সন্দার মরোজ ৬ এপ্রিল কিয়েভে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাজনৈতিক সংকট নিষ্পত্তির জন্য সংসদ প্রেসিডেন্ট ভিক্টোর ইউশেনকোর সঙ্গে আপোষ করেছে।
মরোজ বলেছেন, এ দিন সংসদের অধিবেশনে সংসদের সনদ সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে, কেবল সংসদের পার্টিগুলোকে যুক্ত করার ভিত্তিতেই সংসদের সংখ্যাগরিষ্ঠ লীগ প্রতিষ্ঠিত হতে পারে। সাংসদগণ ব্যক্তিগতভাবে সংখ্যাগরিষ্ঠ লীগে অংশ নেয়ার সম্ভাবনাকে নাকচ করে দেয়া হয়েছে। তিনি বলেছেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিষ্ঠা সংবিধান ও সংসদের সনদের সংশ্লিষ্ট নিয়মবিধির সঙ্গে সংগতিপূর্ণ। কিন্তু প্রেসিডেন্টের সন্দেহের কথা বিবেচনা করে সংসদ সনদ সংশোধণের উদ্যোগ নিয়েছে।
একই দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ইউশেনকোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইউক্রেনের বর্তমান রাজনৈতিক সংকট ইউক্রেনের আর্থ-সামাজিক উন্নয়ন এবং রাশিয়া ও ইউক্রেনের দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনার ব্যাপারে পুতিন উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আশা করেন, ইউক্রেনের পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
|