মার্কিন প্রতিরক্ষা বাহিনীর মধ্যপ্রাচ্য বিষয়ক কেন্দ্রীয় কর্তৃপক্ষের সেনাপতি ওয়লিয়াম জেই.ফাল্লোন ৫ এপ্রিল বলেছেন, যুক্তরাষ্ট্র দ্রুত ইরানকে দমন করবে না। কূটনৈতিক উপায় ইরানের সমস্যা সমাধান করা উচিত।
মিসরের মধ্যপ্রাচ্য বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, ফাল্লোন একদিন মিসরের লোহিত সাগরের পর্যটন সংস্থা শার্ম এল-শেখে মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে সাক্ষাত্কালে এ কথা বলেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তান সমস্যা মোকাবেলা করছে। সংশ্লিষ্ট পক্ষের উচিত কূটনৈতিক উপায়ে ইরান সমস্যার সমাধান করা। ইরানকে বোঝানো উচিত যে, পরমাণু অস্ত্রশস্ত্র অর্জনের প্রচেষ্টা করা খুব ভুল।
ফাল্লোন আরো বলেছেন, তিনি মুবারকের সঙ্গে মধ্যপ্রাচ্য এলাকার পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও মিসরের দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার সমস্যা নিয়ে আলোচনা করেছেন।
|