তিব্বতের প্রথম মন্দির লাইব্রেরি সম্প্রতি লাসার জাইবুং মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। এই লাইব্রেরিতে রক্ষিত বই ও ম্যাগাজিন মোট ১০০০ রকম সংখ্যা ৩০০০ টি।
জানা গেছে, এই লাইব্রেরির আয়তন প্রায় ৪০ বর্গ মিটার। এতে তিব্বতি ভাষা, চীনা ভাষা ও ইংরেজি ভাষার বই আছে। বইগুলো ইতিহাস, ধর্ম ও অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ের। এই লাইব্রেরির কর্মকর্তা বলেছেন, খোলার পর প্রতিদিন অনেকে এখানে আসেন বই পড়ার জন্য। এখন তা পর্যটকদের জন্যও খোলা।
|