জাপানের আন্তর্জাতিক মুদ্রা গবেষণা কেন্দ্রের পরিচালক টোইয়ো গিয়োটেন সম্প্রতি চীনের সাংবাদদাতাদের দেয়া সাক্ষাত্কারে বলেছেন, চীনের অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে জাপানের জন্য তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী কয়েক দশকের মধ্যে জাপান-চীন অর্থনৈতিক সম্পর্কে প্রতিদ্বন্দ্বীতার চেয়ে সহযোগিতা বেশি গুরুত্বপূর্ণ। যা দু'দেশ তথা সারা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
টোইয়ো গিয়োটেন বলেছেন, জাপান ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের। দু'দেশের অর্থনীতি উন্নত অবস্থায় রয়েছে। জাপান চীন সম্পর্ক এখন জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
|