v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-06 16:38:44    
প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও দক্ষিণ কোরিয়া সফর করবেন

cri
    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউনের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১০ থেকে ১১ এপ্রিল দক্ষিণ কোরিয়া সফর করবেন। দক্ষিণ কোরিয়ায় চীনের রাষ্ট্রদূত নিন ফু কুই ৫ এপ্রিল আমাদের সংবাদদাতাকে বলেছেন, এবারের সফরকালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সঙ্গে কৌশলগত বিনিময় জোরদার করবেন। যাতে চীন ও দক্ষিন কোরিয়ার সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে নতুন প্রাণশক্তি যোগানো যায়।

    রাষ্ট্রদূত নিন ফু কুই প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের দক্ষিণ কোরিয়া সফরের ভূমিকা প্রথমতব্যাখ্যা করেছেন।

    চীন ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী এবং দু'দেশের বিনিময় বার্ষিকী উদযাপনের সময় প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও দক্ষিণ কোরিয়া সফর করবেন। তিনি রোহ মু হিউনসহ দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করবেন। এটি দু'পক্ষের রাজনৈতিক পারস্পরিক আস্থা উন্নত করা , অর্থনৈতিক পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ত্বরান্বিত করা,দু'দেশের   সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এ অঞ্চল আর বিশ্বের শান্তি ও উন্নয়ন সুরক্ষা করার জন্য নতুন অবদান রাখবে।

    ১৯৯২ সালের ২৪ আগস্ট চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। ২০০৫ সালের নভেম্বরে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও দক্ষিণ কোরিয়া সফরকালে রোহ মু হিউনের সঙ্গে বৈঠকে চীন ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকীকে দু'দেশের বিনিময় বার্ষিকী হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। গত ১৫ বছর দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন সম্পর্কে বলার সময় নিন ফু কুই বলেছেন,

    দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের গতি খুব দ্রুত, ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে এবং উন্নয়নের ভবিষ্যত সম্ভাবনা খুব ভালো। চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে সার্বিক উন্নয়ন অর্জিত হয়েছে।

    তিনি জোর দিয়ে বলেছেন, চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক দু'পক্ষের সম্পর্কের পরিসরে সীমাবদ্ধ নয়। এটি উত্তরপূর্ব এশিয়া এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন সুরক্ষা ও ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    চীন ও দক্ষিণ কোরিয়া উত্তরপূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ। কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন করা , উপদ্বীপ ও এই অঞ্চলের দীর্ঘকালীণ শান্তি সুরক্ষা করা এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে কৌশলগত স্বার্থ রয়েছে। জাতিসংঘের সংস্কার, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, এশিয়া ও ইউরোপের সম্মেলন, আসিয়ান ফোরাম, আসিয়ান আর চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বা ব্যাপারে ব্যাপক দু'দেশের মতৈক্য রয়েছে এবং ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বজায় রেখেছে।

    নিন ফু কুই মনে করেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ব্যাপক উন্নয়নের সুপ্ত শক্তি ও ভালো ভবিষ্যত সম্ভাবনা আছে। তিনি বলেছেন, 

    আমরা বিশ্বাস করি, দু'দেশের নেতৃবৃন্দ , দু'দেশের সরকার এবং জনগণ যৌথ প্রচেষ্টা চালিয়ে দু'দেশের বিভিন্ন সামাজিক ব্যবস্থায় শান্তিপূর্ণ সহাবস্থান,বন্ধুত্বপূর্ণ সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হতে পারবে। অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক উপকারিতা ও উভয় পক্ষের জন্যেই কল্যাণ এবং যৌথ উন্নয়নের অংশীদারিত্বে পরিণত হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মানবজাতির শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হবে।