দক্ষিণ কোরিয়ায় সরকারী সফরের আগে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বৃহষ্পতিবার পেইচিংয়ে চীনে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার ১৯টি গণ মাধ্যমের সাংবাদিকদের সম্মিলিত সাক্ষাত্কার দিয়েছেন । সাক্ষাত্কারে তিনি কোরীয় উপদ্বীপের সমস্যা , চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্কসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ।
ওয়েন চিয়া পাও বলেছেন , দক্ষিণ কোরিয়ায় তার আসন্ন সফর একটি বহুল প্রত্যাশিত ব্যাপার । তিনি মৈত্রী ও সহযোগিতা নিয়ে সেখানে যাচ্ছেন । কোরীয় উপদ্বীপ সমস্যা সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন , চীন আশা করে যে , ছয় জাতি বৈঠক ত্বরান্বিত করার প্রক্রিয়ায় বিভিন্ন পক্ষ সংলাপ ও পরামর্শ জোরদার করবে এবং কোরীয় উপদ্বীপের শান্তিপূর্ণ কাঠামো গড়ে তোলার জন্যে অনুকুল অবস্থা সৃষ্টি করবে , যাতে এ উপদ্বীপে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায় । তিনি আরো বলেন , শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া স্বাধীনভাবে কোরীয় উপদ্বীপ সমস্যা সমাধান করবে । এ ক্ষেত্রে চীন ইতিবাচক ও অনুপ্রেরণামূলক ভূমিকা নিতে প্রস্তুত রয়েছে ।
|