চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এশিয় বিভাগের মহাপরিচালক লুই খে চিয়ান ৬ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , চীন মেধা স্বত্ব সংরক্ষণের ক্ষেত্রে জাপানের সংগে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত রয়েছে এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে চীনের মেধা স্বত্ব সংরক্ষণের কাজ সামনে এগিয়ে নিয়ে যাবে ।
লুই খে চিয়ান বলেছেন , চীনের বাণিজ্য মন্ত্রণালয় বহুবার জাপানের সংগে চীনের মেধা স্বত্ব সংরক্ষণের অবস্থা এবং এ ক্ষেত্রে দু দেশের সহযোগিতা সম্পর্কে মত বিনিময় এবং আদান-প্রদান করেছে ।
তিনি বলেছেন , চীন পর পর যুক্তরাষ্ট্র , দক্ষিণ কোরিয়া , ব্রাজিল , মেক্সিকো প্রভৃতি দেশ ও অঞ্চলের সংগে মেধা স্বত্ব সংরক্ষণের ক্ষেত্রে নানা ধরণের সহযোগিতা করেছে ।
|