জেরুজালেমে ব্রিটেনের কাউসিলার রিচার্ড মাকপীস ৫ এপ্রিল গাজায় গিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী, হামাস নেতা ইসমাইল হানিয়াহের সঙ্গে বৈঠক করবেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্রিটিশ কূটনীতিবিদ বলেছেন, এবারের বৈঠকে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধোদের হাতে অপহৃত বি বি সির সংবাদদাতা আলান জনটনকে উদ্ধার করার উপায় নিয়ে আলোচনা হয়। এটা হল ইসমাইল হানিয়াহের সঙ্গে ব্রিটেন সরকারের প্রতিনিধির প্রথম বৈঠক। কিন্তু এই ব্রিটিশ কূটনীতিবিদ বলেছেন, এর অর্থ এই নয় যে ব্রিটেন সরকার অব্যাহতভাবে হামাসকে বজর্নের নীতি পরিবর্তন করেছে। অন্য দিকে ইসরাইলের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা মনে করেন, এই বৈঠক ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামাসকে নিসঙ্গ করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। যার ফলে সম্ভবত আরও বেশী বিদেশীকে অপহরণ করা হবে।
|