চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৫ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, তাইওয়ান সমস্যা হলো চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। চীনের আশা জাপান এক চীনের ভিত্তিতে তাইওয়ান সমস্যা সঠিকভাবে মোকাবেলা করতে পারবে।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১০ থেকে ১৩ এপ্রিল দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন। ছিন কাং একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, স্বাধীন তাইওয়ান বিরোধিতা করে তাইওয়ান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা জাপানের জন্যেও অনুকূল।
ছিন কাং আরো বলেছেন, চীন-জাপানের মধ্যে তিনটি দলিল হলো দু'দেশের সম্পর্কের ভিত্তি। তা অনুসরণ করা উচিত।
|