চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং ৫ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীন আশা করে, ছ'পক্ষীয় বৈঠকের বিভিন্ন পক্ষ "১৩ ফেব্রুয়ারীর" দলিলপত্র বাস্তবায়ন করতে ইতিবাচক ও গঠনমূলক প্রচেষ্টা চালাবে।
ছিনকাং নিয়মিত সাংবাদিক সম্মেলনে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন। তিনি বলেছেন, প্রাথমিক পর্যায়ের অভিযান বাস্তবায়ন করা, ছ'পক্ষীয় বৈঠক এগিয়ে নিয়ে যাওয়া, কোরিয় উপদ্বীপ পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন করা বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীন আশা করে, বিভিন্ন পক্ষ বর্তমান সমস্যা সমাধানের জন্যে বিভিন্ন পক্ষের কাছে গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করতে অব্যাহত চেষ্টা চালাবে।
|