৫ এপ্রিল পিপলস ডেইলি পত্রিকা সূত্রে জানা গেছে, চীন সরকার সরাসরিভাবে ৬ হাজার ৬৬টি দূষিত শিল্পপ্রতিষ্ঠানকে তত্ত্বাবধান করবে । যাতে যথাযথভাবে এসব শিল্পপ্রতিষ্ঠানের দূষণ সংক্রান্ত নিঃসরন ক্ষেত্রের বিষয় সংগ্রহ করা যায়। এতে দূষণ প্রশাসন কার্যকরভাবে ত্বরান্বিত করা যাবে বলে দূষণ নিঃসরনের পরিমাণ কমে যাবে।
চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা সাধারণ ব্যুরোর প্রধান বলেছেন, চীন সরকার এসব দূষিত শিল্পপ্রতিষ্ঠানকে দূষণ নিঃসরন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ দিক হিসেবে যথাযথভাবে নিঃসরনের দায়িত্ব পালন করে । একই সঙ্গে এসব শিল্পপ্রতিষ্ঠানের পরিবেশ সংক্রান্ত পরিসংখ্যান কাজ জোরদার করা এবং তাদের সংশ্লিষ্ট দূষণ ক্ষেত্রের নিঃসরনের তথ্য যথাক্রমে প্রকাশ করা যায়। বিভিন্ন স্থানের উচিত এসব দূষিত শিল্পপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে দূষণ নিঃসরন ক্ষেত্রের বিশেষ অর্থ এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা।
জানা গেছে, পরিবেশ ক্ষেত্রে পুঁজিবিনিয়োগের অভাবসহ দুর্বল ব্যবস্থাপনার কারণে গতবছর নির্ধারিত দূষণ নিঃসরনের পরিমাণ মোট ২ শতাংশ কমানোর লক্ষ বাস্তবায়িত হয়নি।
|