এখন পর্যন্ত চীনে ২৫টি প্রদেশ বা প্রাদেশিক পর্যায়ের প্রশাসনিক অঞ্চলে জীবনযাত্রার সর্বনিম্ন নিশ্চয়তা বিধান ব্যবস্থা চালু হয়েছে । এ ব্যবস্থার কল্যাণে চীনের গ্রামাঞ্চলে মোট দেড় কোটি ৯০ হাজার লোককে জীবনযাত্রার সর্বনিম্ন নিশ্চয়তা বিধান করা সম্ভব হয়েছে ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে ।
পরিকল্পনা অনুসারে এ বছরের প্রথমার্ধে সারা দেশের গ্রামাঞ্চলে এ ব্যবস্থা চালু করা হবে । তখন ২ কোটি ১০ লাখ লোককে এ ব্যবস্থার আওতায় অন্তর্ভূক্ত করা হবে ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিভিন্ন স্থানের প্রতি নিজের নিজের অর্থনৈতিক বিকাশের মান ও আর্থিক অবস্থা অনুযায়ী যুক্তিসংগতভাবে জীবনযাত্রার সর্বনিম্ন নিশ্চয়তা বিধানের মান , পরিসর ও লক্ষ্যবস্তু নির্ধারণ করার আবেদন জানিয়েছেন । পাশাপাশি তিনি পুঁজি সংগ্রহের পদ্ধতি বিধিসংগত এবং পুঁজির নিশ্চয়তা বিধান ব্যবস্থা গড়ে তোলারও অনুরোধ করেছেন ।
|