চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন দুদিন চলার পর বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে শেষ হয়েছে । সম্মেলনে একটি ঘোষণাপত্র গৃহীত হয় এবং দক্ষিণ এশিয় বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ এশিয় অঞ্চলের খাদ্য মজুদ প্রতিষ্ঠা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় ।
সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে " চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র" গৃহীত হয় । বিভিন্ন দেশের নেতারা ঘোষণাপত্রে বলেছেন , তারা সার্কের সদস্যদের মধ্যে সার্বিক সম্পর্ক ঘনিষ্ঠ করবেন , " সার্ক অবাধ বাণিজ্য চুক্তি" বাস্তবায়ন ত্বরান্বিত করবেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাদের সহযোগিতা জোরদার করবেন । ঘোষণাপত্রে সার্কের পর্যবেক্ষক হিসেবে ইরানকে স্বাগত জানানো হয়েছে ।
সম্মেলনে ২০০৮ সালে মালদ্বীপের রাজধানী মালেতে পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয় ।
|