ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বুধবার ১৫জন আটককৃত বৃটিশ নৌ সৈনিককে মুক্তি দেয়ার কথা ঘোষণা করেছেন । ৫ এপ্রিল বিমানযোগে তাদের ইরান ত্যাগের কথা । এভাবে ১৩দিনব্যাপী নাবিকদের ঘটনার শান্তিপূর্ণ অবসান ঘটেছে ।
বুধবার আহমেদিনেজাদ তেহরানে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন , ইরান নিজের অধিকারে অটল থাকলেও এ ১৫জন ব্রিটিশ নৌ সেনাকে মওকুফ ও মুক্তিদানের সিদ্ধান্ত নিয়েছে । তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতি এ নৌ সেনাদের শাস্তি না দেয়ার আহবান জানিয়েছেন ।
ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সংগে সংগে ইরানের এ সিদ্ধান্তের প্রতি ইতিবাচক সাড়া ব্যক্ত করেছে । বৃটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার বুধবার বলেছেন , ইরানের এ সিদ্ধান্তে তিনি আনন্দিত । মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশও ইরানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ।
একই দিন ফ্রান্স ও কাতারও তাদের বিবৃতিতে ইরানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ।
|