জাপানের জিজি নিউজ এজেন্সীর খবরে প্রকাশ , জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের বলেছেন , তিনি আশা করেন যে, জাপান ও চীনের মধ্যে কৌশলগত ও পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে ।
খবরে প্রকাশ , চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সংগে তাঁর আসন্ন বৈঠক সম্পর্কে আবে বলেন , তিনি আশা করেন , এ বৈঠকের মাধ্যমে চীন-জাপান কৌশলগত ও পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক আরেক ধাপ এগিয়ে যাবে ।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও আগামী ১১ এপ্রিল জাপানে সরকারী সফর করবেন ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং মংগলবার বলেছেন , চীন-জাপান সম্পর্ক উন্নয়নের জন্যে ওয়েন চিয়া পাওয়ের আসন্ন সফরের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।
|