v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-04 21:11:13    
চীনের শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ নিশ্চিত করার উদ্দেশ্যে ম্যাকডোনান্সসহ বিভিন্ন বিদেশী *পুঁজিবিনিয়োজিত শিল্প-প্রতিষ্ঠানের কাছে চীনের ট্রেড ইউনিয়ানের দাবি(ছবি)

cri
     দক্ষিণ চীনের গুয়াংডোং প্রদেশের গুয়াংযৌ শহর সহ চীনের বিভিন্ন জায়গার ম্যাকডোনাল্স সহ বিভিন্ন বিদেশী পুঁজিবিনিয়োজিত শিল্প-প্রতিষ্ঠানের আইন লঙ্ঘনকারী আচরণ প্রসঙ্গে ৩ এপ্রিল নিখিল চীন ট্রেড ইউনিয়নের কর্ম নিশ্চয়তা বিভাগের মহা পরিচালক লি সো সেন পেইচিংএ বলেছেন, যে সব বিদেশী শিল্প-প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করেছে সে সব শিল্প-প্রতিষ্ঠানকে তাদের ভূল আচরণ সংশোধন করতে হবে। তা ছাড়া স্থানীয় আইন ও বিধান অনুযায়ী ন্যায়সঙ্গতভাবেচীনের কর্মচারীদেরকে বেতন ও পারিশ্রমিক দিতে হবে। লি সো সেন বলেছেন, চীনের ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী চীনের কর্মচারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে। এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি রিপোট।

     চলতি বছরের শুরু থেকে চীনের গুয়াংডোং প্রদেশে পাটটাইমের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে। এই মানদন্ড অনুযায়ী, গুয়াংডোং শহরে প্রতি ঘন্টায় নিম্নতম পরিশ্রমিক হল সাড়া সাত ইউয়ান রে মিন পি। কিন্তু গুয়াংযো শহরে ম্যাকডোনাল্স, কে এফ সি সহ বিভিন্ন বিদেশী      পুঁজিবিনিয়োজিত শিল্প-প্রতিষ্ঠান এর চেয়ে কম পারিশ্রমিক দেয়। এক জরিপ থেকে দেখা গেছে , চীনে কমপক্ষে দশটি শহরে উল্লেখিত দু'টো বিদেশী শিল্প-প্রতিষ্ঠানে অনুরুপ আইন-লঙ্ঘনকারী আচরণ দেখা দিয়েছে।

     ৩ এপ্রিল নিখিল চীন ট্রেড ইউনিয়নের আয়োজিত এক তথ্য ব্রিফিংএচীনের কর্মচারীদের বৈধ অধিকার ও স্বার্থ নিশ্চিত করার জন্যে ম্যাকডোনাল্সও কে এফ সি সহ বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলোকে তাদের আইন-লঙ্ঘনকারী আচরণ শীঘ্রই সংশোধন করার দাবি জানানো হয়েছে। নিখিল চীন ট্রেড ইউনিয়নের কর্ম নিশ্চয়তা বিভাগের মহা পরিচালক লি সো জেন বলেছেন,

    নিখিল চীন ট্রেড ইউনিয়ন গুয়াংডোং প্রদেশ ট্রেড ইউনিয়নের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এই বিজ্ঞপ্তিতে গুয়াংডো প্রদেশের ট্রেড ইউনিয়নকে ঘটনা তদন্ত করার ভিত্তিতে স্থানীয় কর্মচারীদের পক্ষ থেকে ম্যাকডোনাল্সসহ বিভিন্ন বিদেশী শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার দাবি জানানো হয়েছে। যাতে এ সব বিদেশী শিল্প-প্রতিষ্ঠান যথোচিত সময় তাদের আইন-লঙ্ঘনকারী আচরণ সংশোধন না করে এবং শ্রমজীবিদের প্রাপ্য বেতন দেয়। যদি এ সব আইন-লঙ্ঘনকারী বিদেশী শিল্প-প্রতিষ্ঠান তাদের ভূল পরিশোধন করতে নাকচ করে তাহলে স্থানীয় ট্রেড ইউনিয়নের শ্রম নিশ্চয়তা বিভাগের কাছে অভিযোগ করা উচিত।

     নিখিল চীন ট্রেড ইউনিয়নের সর্বশেষ পরিসংখ্যাণ অনুযায়ী, গত বছরের শেষ পযর্ন্ত চীনে মোট ৯০ হাজারেরও বেশী বিদেশী শিল্প-প্রতিষ্ঠান আছে। চীনের বিভিন্ন জায়গায় গুয়াংযো শহরের ম্যাকডোনাল্সও কে এফ সির মতো বিভিন্ন মাত্রায় আইন-লঙ্ঘকারী আচরণ বিরাজ করছে।

     মহা পরিচালক লি সো জেন বলেছেন, বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলো যাতে আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন সংস্থা প্রতিষ্ঠা এবং সম্পূর্ণ করে এবং স্বাধারণ বেতন নির্ধারন ব্যবস্থা এবং বেতন বৃদ্ধি আর সংশোধন ব্যবস্থা গড়ে তুলে সেই জন্য নিখিল চীন ট্রেড ইউনিয়ন সক্রিয়ভাবে সংশ্লিষ্ট পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেছেন,

      এই ঘটনায় আমরা যে পদক্ষেপ নিয়েছি তা কেবল বিশেষ কোন এক শিল্প-প্রতিষ্ঠানের উদ্দেশ্য নয়। সারা চীনদেশে র নানা ধরনের শিল্প-প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান আইন-লঙ্ঘনকারী আচরন সংশোধন করা এবং কর্মচারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্যে আমরা আরও ভালভাবে অভিসংশক বিভাগের সঙ্গে সহযোগিতা করবো।

     তিনি জোর দিয়ে বলেছেন, চীনে যে কোন শিল্প-প্রতিষ্ঠান --ছোট হোক , বড় হোক আইন লঙ্ঘণ করলে তাদেরকে ভূল সঙ্গে সঙ্গে সংশোধন করতে হবে। তিনি বিশ্বাস করেন , বিশ্বের বিখ্যাত শিল্প-প্রতিষ্ঠন হিসেবে ম্যাকডোনল্সও কে এফ সি অবশ্যই তাদের আইন-লঙ্ঘনকারী আচরণ সংশোধন করবে।