গত ১ জুলাই চীনের ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার পর ছিংহাই-তিব্বত রেল কোম্পানি কঠোরভাবে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত নিয়মবিধি অনুসরণ করে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অনেক কার্যকর ব্যবস্থা নিয়েছে । সুতরাং এ পর্যন্ত এ রেলপথে একটি পরিবেশগত দুর্ঘটনাও ঘটে নি ।
জানা গেছে , পরিবেশ সংরক্ষণের জন্যে ছিংহাই-তিব্বত রেলপথের বিভিন্ন স্টেশনের হিটার ব্যবস্থায় বিদ্যুত ও সৌর শক্তির মত পরিষ্কার জ্বালানী ব্যবহার করা হচ্ছে । যাত্রীবাহী ট্রেনগুলোতে বসানো সংকোচিত আবর্জনা সংগ্রহ ব্যবস্থাগুলোতে একটানা ৪৮ ঘন্টা ধরে বাইরে আবর্জনা ফেলতে হয় না এবং দুষিত পানি সংগ্রহ ব্যবস্থাগুলোতে একটানা ১৮ ঘন্টা ধরে বাইরে ফেলতে হয় না । পাশাপাশি ছিংহাই-তিব্বত রেল কোম্পানি সি নিং ও লাসা রেলস্টেশনে ২০টি ভ্রাম্যমান দুষিত পানি ফেলার গাড়ি রেখেছে । এসব দুষিত পানিকে নির্দিষ্ট দুষিত পানি শোধনাগারে পাঠানো হয় । এভাবে তিব্বত মালভূমির পরিবেশ কার্যকরীভাবে রক্ষা করা হয়েছে ।
|