দক্ষিণ চীনের ফুচিয়েন প্রদেশের সিয়ামেন শহরের সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তত্কালীন লাল ফৌজের লং মার্চ অতিক্রমকারী অঞ্চলের এক শ'টি প্রাথমিক স্কুলে শিক্ষক পাঠানোর পরিকল্পনা কার্যকরী হচ্ছে। এ বছর থেকে পর পর তিন বছরে সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শ'জন ছাত্রছাত্রীকে গরীব অঞ্চলের এক শ'টি প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে পাঠানো হবে ।
১৪ মার্চ সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান ফান শি মো সাংবাদিকদের এই পরিকল্পনা জানিয়ে বলেছেন , গরীব অঞ্চলে পাঠানো ছাত্রছাত্রীদের মধ্যে বেশির ভাগই স্নাতোকোত্তর ছাত্র । প্রতি স্কুলে পাঁচজন ছাত্র পাঠানো হবে ।
তিনি আরো বলেছেন , ১৯৯৯ সাল থেকেই সিয়া মেন বিশ্ববিদ্যালয় দেশের গরীব অঞ্চলে শিক্ষক পাঠানোর কাজ শুরু করেছে । এ পর্যন্ত সিয়ানমেন বিশ্ববিদ্যালয়ের মোট ৫৪জন ছাত্রছাত্রী সেচ্ছাসেবক হিসেবে গরীব অঞ্চলে শিক্ষকতা করেছেন ।
**দ্বিতীয় চীন ফ্রান্স বসন্তকালীন সাংস্কৃতিক বিনিময় উত্সব ১৪টি শহরে আয়োজিত হবে
চীন ও ফ্রান্সের শিল্পীরা এ বছরের বসন্তকালে আবার মিলিতভাবে বসন্তকালীন সাংস্কৃতিক বিনিময় উত্সব আয়োজন করবেন । তারা এই উত্সবে মোট একশ'টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন । চীনের ১৪টি শহরে এ উত্সব আয়োজিত হবে ।
২০০৬ সালে চীন ও ফ্রান্সের প্রথম বসন্তকালীন সাংস্কৃতিক বিনিময় উত্সব আয়োজিত হয়। এবারের কর্মসূচীতে আরো বেশি শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এবং অপেরা , সিম্ফোনি অর্ক্যাস্ট্রা, নাচ , চিত্রশিল্প ও চলচ্চিত্র ছাড়া পটকা পোঁড়ানো ও দু দেশের কবিদের বিনিময় কর্মসূচী থাকবে ।
দ্বিতীয় চীন-ফ্রান্স বসন্তকালীন সাংস্কৃতিক বিনিময় উত্সব ১২ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত পেইচিং , সাংহাই , কুয়াংচৌ ও ছেনতুনসহ মোট ১৪টি শহরে অনুষ্ঠিত হবে ।
**জাপানের চলচ্চিত্র প্রদশর্নী পেইচিংয়ে শুরু
চীন-জাপান সংস্কৃতি ও ক্রীড়া বিনিময় বর্ষের অন্যতম কর্মসূচী হিসেবে চীনের জাতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ব্যুরো এবং জাপানের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আয়োজিত ২০০৭ সালের জাপানী চলচ্চিত্র প্রদর্শণী ১৫ মার্চ পেইচিংয়ে শুরু হয়েছে ।
চারদিন স্থায়ী এই চলচ্চিত্র প্রদশর্নীতে জাপানের আটটি আধুনিক ছবি দেখানো হবে । এ সব ছবিতে জাপানের যুবকযুবতীদের জীবন প্রতিফলিত হয়েছে ।
প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , এই প্রদশর্নীতে দেখানো আটটি ছবিতে যুবকযুবতীর প্রেম , স্বপ্ন তথা দুদেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রতিফলিত হয়েছে । আশা করি এ সব ছবি দেখার মাধ্যমে দুদেশের সমঝোতা বাড়বে ।
|