v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-03 20:56:23    
নতুন ও পুরো গান

cri

    কুয়ান চে হচ্ছেন চীনের মূল-ভূভাগের সঙ্গীত ক্ষেত্রের একজন নতুন গায়ক। ৯ বছর থেকেই তিনি পিয়োনো শিখতে শুরু করেন। মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি সংগীত চর্চা শুরু কেরন এবং বিদ্যালয়ের বিভিন্ন ধরনের পরিবেশনায় অংশ নিয়েছেন। ১৯৯৮ সালে তিনি ছিন হুয়াংতাও'র ইয়ানশান বিশ্যাবিদ্যালয়ে ভর্তি হন। সেই সময় তিনি জনপ্রিয় সঙ্গীত সৃষ্টি চেষ্টা শুরু করেন। তা ছাড়াও, তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে একটি সঙ্গীত দল প্রতিষ্ঠা করেছেন। তারা বিশ্যাবিদ্যালয় ও বাইরের বৃহদাকার পরিবেশনায় অংশ নিয়েছেন। ফলে ছিন হুয়াংতাও শহরে তাদের নাম খুব জনপ্রিয় হয়েছে। বিশ্যাবিদ্যালয় থেকে স্নতক ডিগ্রী লাভের পর, তিনি সব সময় সঙ্গীতের নতুন নতুন সুর সৃষ্টি ও পরিবেশনায় ব্যস্ত হয়ে পড়েন। ২০০৫ সালে সাংহাইয়ের পূর্ব টেলিভিশন আয়োজিত জাতীয় পর্যায়ের সঙ্গীত প্রতিযোগিতায় তিনি সম্মানজনক স্থান লাভ করেন। এর পর থেকেই তার আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জগতে নিজেকে মেলে ধরেন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে।

    (সংগীত-১)

    গত বছর, তিনি দুটো নতুন গান প্রকাশ করেছেন। এ গান যেন তার প্রতিভার ফসল। তাই তার গান নেটওয়ার্কে খুব জনপ্রিয় হয়ে যায়। এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'ফুলের মত সময়'। গানের কথা হলঃ ফুল অপরূপ হয়ে ফুটে একদিন করে যায় তেমনি যেন আমার সময়ও চলে গেছে। জানি না এখন তুমি কাকে ভালোবাসছো? তোমার চোহারা এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল। রঙধনুর মত রঙিন সময় আগের মত আর হয়তো পাবেনা। ফুলের মত সময় শুধু তার সুবাসেই মত্ত থাকে কিছুটা সময়।

     শিল্পী চৌ ইয়ানহোং হচ্ছেন একজন সকল গায়িকা। তার নৈপুন্য ও বহুবিধ গাওয়ার স্টাইল চীনের জনপ্রিয় সঙ্গীত ক্ষেত্রে খুব বিখ্যাত ও জনপ্রিয়। ১৯৯৪ সালে তিনি তার প্রথম একক এলবাম 'যুঁই ফুলের সঙ্গে আবার দেখা হয়েছে' প্রকাশ করেছেন। এর পর তিনি পর পর 'তোমার সঙ্গে থাকা এতোযে ভালো', 'তুমি আমার সুর্য' এবং 'প্রেমে পড়ার সময়'সহ বেশ কয়েকটি এলবাম প্রকাশ করেছেন। তা ছাড়াও, তিনি নিজে ও অন্যান্য শিল্পীদের জন্য ১'শরেরও বেশী গানের কথা ও সুর সৃষ্টি করেছেন।

    (সংগীত-২)

    ২০০৩ সালে চৌ ইয়ানহোং তার ষষ্ঠ একক এলবাম 'প্রেমে পড়ার সময়' প্রকাশ করেছেন। প্রেমকে প্রসঙ্গ হিসেবে এই এলবামে সঙ্গীতের স্টাইল ও প্রয়োগীক ক্ষেত্রে চৌ ইয়ানহোং অনেক পরিবর্তন করেছেন অনেক নতুনত্ব এনেছেন। এখন আপনারা যে গান শুনছেন, তা এলবামের শিরোনামের গান 'প্রেমে পড়ার সময়'। গানটিতে শ্রুতিমধুর সুর আর প্রান্জল কথা দিয়ে প্রেমের প্রতি আধুনিক মেয়েদের অনুভুতির বর্ণনা করেছেন ঠিক বর্ণনাধারা বয়ে যাবার মতই। গানের কথা হলঃ যখন প্রেম আমার কাছে আসে। বা আমি প্রেমে পড়ে যাই। তখন আমি হতাবহবল হয়ে যাই। আমি তার হাত ধরি নি কেন নেধরিনি জানিনা। স্বপ্ন এত দূরের যেন অন্য একটি মহাকাশে থাকে। সে যেন একটি সুন্দর ডালিমের মতই। যখন প্রেম আমার কাছে পড়ে, আমি জানি না, আমি কি স্বপ্নে থাকি না জাগরনে। আগামী দিনগুলোর এসে কোন দিকে যাবো? কে আমার জন্য এগিয়ে আসবে স্বার্থহীনভাবে?

    'মিং জুন মেয়ে' সঙ্গীত দল হচ্ছে বর্তমানে চীনের মূল-ভূভাগের সবচেয়ে তরুণ, সবচেয়ে আধুনিক একটি সঙ্গীত দল। যদিও চারজন মেয়ে ভিন্ন ভিন্ন স্থান থেকে এসেছেন, তবু সঙ্গীত ও পরিবেশনার প্রতি তাদের গভীর মায়ামমতা রয়েছে।

    (সংগীত-৩)

    ২০০৫ সালের অক্টোবর, 'মিং জুন মেয়ে' প্রথম গানের এলবাম প্রকাশ করেছেন। এলবামে হিপ-হপ, আর এন্ড বি, জ্যাজ ও ডিস্কোসহ বিভিন্ন ধরনের জনপ্রিয় স্টাইল রয়েছে রয়েছে নিজস্ব স্বকীয় শৈলীও। অনুরাগীরা এলবামটি খুবই পছন্দ করেছে। এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'হাজার বছর'। গানটিতে একটি পুরো প্রেমের গল্পের বর্ণনা করা হয়েছে। এ গানে আধুনিক সঙ্গীতের স্টাইলে তুলে ধরা হয়েছে প্রেমের হাজার ছেরের কথকতাকে।

    আচ্ছা, শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, শিল্পী হু ইয়ানবিনের 'তিনজনের প্রতিযোগিতা অন্য তিনজনের সঙ্গে' এ গানটি আপনাদের শোনবো। এটা হচ্ছে বাস্কেট বল খেলার একটি গান। গানটিতে সঙ্গীতের অনেক নতুন নতুন উপাদান রয়েছে। শিল্পী হু ইয়ানবিন বাস্কেটবল খুব পছন্দ করেন। তিনি আশা করেন, এই গানের মাধ্যমে তরুণ-তরুণীরা বাস্কেটবল খেলার সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুখের অনুভূতি প্রকাশ করতে পারবেন।

    (সংগীত-৪)