চীনের ভাইস প্রেসিডেন্ট জেন ছিন হং চীন সফররত অষ্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী আলেক্মান্ডার ডাওনার সঙ্গে বৈঠকের সময় বলেছেন, চীন অষ্ট্রেলিয়ার সঙ্গে মিলিত প্রচেষ্টা চালিয়ে একাবিংশ শতাব্দীতে দু'দেশের সার্বিক সহযোগিতা সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক। তিনি বলেছেন, চীন আর অষ্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার ৩৫ বছরে দু'দেশের সম্পর্কে লক্ষ্যনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা দু'দেশ আর দু'দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ এনে দিয়েছে। অষ্ট্রেলিয়া এক চীন নীতিতে যে মনোভাব পোষণ করেছে চীন তার প্রশংসা করে। তিনি জোর দিয়ে বলেছেন, কৌশলগত দিক থেকে চীন অষ্ট্রেলিয়াকে চীনের মিলিত উন্নয়নের ভাল বন্ধু আর অংশীদার বলে মনে করে।
ডাওনার বলেছেন, অষ্ট্রেলিয়া আর চীনের মধ্যেকার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভাল উন্নয়নের পর্যায়ে বিদ্যমান। অষ্ট্রেলিয়া চীনের সঙ্গে মিলিত প্রচেষ্টা চালিয়ে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। তিনি আবার জানিয়েছেন, এক চীন নীতিতে অষ্ট্রেলিয়ার মনোভাব অপরির্বতিত রয়েছে।
|