দু'দিনব্যাপী ১৪তম সার্ক শীর্ষ সম্মেলন ৩ এপ্রিল নয়াদিল্লীতে শুরু হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আফগানিস্তানকে সার্কের নতুন সদস্য হিসেবে অংশ নেয়ায় স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইইউকে পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়ার জন্যেও স্বাগত জানিয়েছেন। তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতি মিলিতভাবে উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টির আহ্বান জানিয়েছেন। এখন দরিদ্র ও রোগ হলো এশিয়ার বিভিন্ন দেশের জন্য চ্যালেঞ্জ স্বরূপ, এর সমাধানের মাধ্যমেই কেবল জনগণের স্বার্থের উন্নতি হতে পারে।
জানা গেছে, এবারের শীর্ষ সম্মেলনে দারিদ্র বিমোচন, বাণিজ্য, শিক্ষা ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ের ওপর সহযোগিতা করা নিয়ে আলোচনা হবে এবং সংশ্লিষ্ট বিবৃতি ও ঘোষণা গৃহীত হবে। তাছাড়া সার্কের স্থায়ী কমিটি ইরানের পর্যবেক্ষক হিসেবে অংশ গ্রহণের অনুরোধও গ্রহণ করেছে এবং তা শীর্ষ সম্মেলনে দাখিল করবে।
পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণকারী চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং বলেছেন, চীন পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সার্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারিত করবে এবং দক্ষিণ এশিয় আঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ত্বরান্বিত করবে।
|