সুর্দান প্রেসিডেন্ট ওমার হাসান আহমেদ আল-বাশির ২ এপ্রিল খার্তুমে জোর দিয়ে বলেছেন, সুর্দান সরকার "দার্ফুর শান্তি চুক্তি"র মাধ্যমেই দার্ফুর সমস্যা সমাধানে আশাবাদী এবং এর জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।
সুদানের সংসদে এক ভাষণে বাশির সরকার-বিরোধী সশস্ত্র সংগঠনের প্রতি "দার্ফুর শান্তি চুক্তি" স্বাক্ষর করে শান্ত্রি প্রক্রিয়ায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দার্ফুরের ব্যাপারে সংলাপ চালানোর বিষয়টিকে সরকার সমর্থন করে।
তিনি জাতিসংঘের দার্ফুর অঞ্চলে শান্তি-রক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আফ্রিকান ইউনিয়নের এই অঞ্চলের নিরাপত্তা সুরক্ষা এবং শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়ার ব্যাপারেও তিনি আশাবাদী। আন্তর্জাতিক সম্প্রদায় আফ্রিকান ইউনিয়নকে সাহায্য দেয়ার মাধ্যমে আফ্রিকার শান্তি প্রক্রিয়ায় ভূমিকা পালন করতে পারে।
|