কসোভোতে সফররত ন্যাটোর মহাসচিব জ্যাপ ডে হোপ স্চেফার কসোভোর রাজধানী প্রিস্টিনায় বলেছেন , কোসোভো সমস্যার চূড়ান্ত সমাধানের জন্যে ন্যাটো প্রচেষ্টা চালাবে ।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন ,কসোভোর ভবিষ্যত অবস্থান সংক্রান্ত আলোচনায় নিয়োজিত জাতিসংঘ বিশেষদূত মার্টি আহটিসারি কসোভোর ভবিষ্যত অবস্থানের সমস্যার সমাধান সম্পর্কে যে প্রস্তাব উত্থাপন করেছেন , তার প্রতি ন্যাটোর সমর্থন রয়েছে । তিনি বলেন , কসোভোতে মোতায়েন ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী কোসোভোর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে , কসোভোর বিভিন্ন জাতির নিরাপত্তা নিশ্চিত করবে এবং সহিংস ঘটনাগুলো ঠেকাবে । তিনি জোর দিয়ে বলেন , যে কোনো সহিংস ঘটনা বা বলপ্রয়োগের হুমকী কোসোভো সমস্যা সমাধানের প্রক্রিয়াকে ব্যহত করবে ।
|