চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের ক্লিন্টন তহবিল সংস্থা সোমবার পেইচিংয়ে একটি সমঝোতামূলক স্মারক স্বাক্ষর করেছে । এ স্মারক অনুসারে উভয় পক্ষ শিশুদের এইডজ রোগ চিকিত্সার ক্ষেত্রে তাদের সহযোগিতা জোরদার করবে ।
ক্লিন্টন তহবিল সংস্থা চীনের এইডজ রোগের নিবারণ ও চিকিত্সার ক্ষেত্রে যে প্রচেষ্টা চালিয়েছে , তার জন্যে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী হোয়াং চিয়ে ফু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শিশুদের এইডজ রোগ চিকিত্সার ক্ষেত্রে দু পক্ষের সহযোগিতা সম্পর্কে মত প্রকাশ করেছেন । ক্লিন্টন তহবিল সংস্থার এইডজ প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিপার্ক ভেরমা বলেছেন , তার সংস্থা চীনের এইডজ রোগের নিবারণ ও চিকিত্সার ক্ষেত্রে তার সমর্থন অব্যাহত রাখতে ইচ্ছুক ।
উল্লেখ্য যে , ২০০৪ সাল থেকেই ক্লিন্টন তহবিল সংস্থা চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংগে সহযোগিতা করে আসছে ।
|