সোমবার জোহান্সবার্গে অনুষ্ঠিত পঞ্চম বিশ্ব দুর্নীতি-বিরোধী ফোরামে অংশ নেয়া কর্মকর্তারা বলেছেন , বিশ্ব ব্যাংকের এক অনুমাণ অনুসারে পৃথিবীতে দুর্নীতিজনিত কারণে প্রতিবছর ১ ট্রিলিয়ন৫ হাজার বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে । দুর্নীতি হচ্ছে বিশ্বের সম্মুখীণ এক অভিন্ন সমস্যা ।
শতাধিক দেশের আইন মন্ত্রী , দুর্নীতি-বিরোধী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তা , পন্ডিত এবং জাতিসংঘ , আফ্রিকা ইউনিয়ন , ইইউ প্রভৃতি সংগঠনের প্রতিনিধিসহ এক হাজারেরও বেশি লোক এ ফোরামে যোগ দিয়েছেন ।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মুইয়েলওয়া মবেকি তার উদ্বোধনী ভাষণে বলেন , দুর্নীতি হচ্ছে বিশ্বের সকল দেশের সম্মুখীণ অন্যতম কঠিন চ্যালেঞ্জ । বিভিন্ন ধরণের দুর্নীতি মানব জাতির বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে । বিশেষ করে অনুন্নত দেশগুলোর জনগণ দুর্নীতির কারণে সবচেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
|