দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ্ মো হিউন ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে হান দুক-সোকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছেন। হান দুক-সো শপথ গ্রহণ করেছেন।

২ এপ্রিল দক্ষিণ কোরিয়ার কংগ্রেস হান দুক-সোর মনোয়ন অনুমোদন করার পর রোহ্ মো হিউন আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। হান দুক-সো হচ্ছে রোহ্ মো হিউন সরকারের চতুর্থ প্রধানমন্ত্রী। গত ৯ মার্চ রোহ্ মো হিউন হান দুক-সোকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। তিনি পদত্যাগকারী দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হান মিয়ং-সোকের স্থলাভিষিক্ত হবেন।

বর্তমান ৫৮ বছর বয়স্ক হান দুক-সো দক্ষিণ কোরিয়ার জাতীয় সিউল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে থেকে স্নাতক । তিনি যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। ২০০৫ সালের মার্চ থেকে ২০০৬ সালের জুন পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন।
|