v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-03 13:28:39    
চীন ও ই.ইউর বাণিজ্যিক সংঘাত সংলাপের মাধ্যমে সমাধান করা উচিতঃ চীন

cri

 চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যায্য বাণিজ্য ব্যুরোর এক কর্মকর্তা সম্প্রতি পেইচিংয়ে বলেছেন, চীন ও ইউরোপের বাণিজ্যিক সংঘাত সহজে বাণিজ্যিক উদ্ধার ব্যবস্থার দ্বারা সমাধান করা উচিত না। বন্ধুত্বপুর্ণ সংলাপ ও গভীর সহযোগিতার মাধ্যমে তা সমাধান করা উচিত।

 বাণিজ্যিক উদ্ধার ব্যবস্থা মানে নিজ দেশ বা কোন ফেডারেশনের শিল্পের স্বার্থ রক্ষার জন্য নেয়া রক্ষামূলক ব্যবস্থা। এর মধ্যে প্রধানতঃ অন্তর্ভুক্ত থাকবে ডাম্পিং বিরোধী, ভর্তুকি বিরোধী ও নিশ্চয়তাবিধান ব্যবস্থা। বিশেষ করে ডাম্পিং বিরোধী ব্যবস্থা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে চীনের প্রথম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং চীনের ওপর ডাম্পিং বিরোধী সবচেয়ে বেশি সংখ্যক তদন্তের দাবিকারী বিশ্ব বাণিজ্য সংস্থার একটি সদস্য । এই পর্যন্ত ই.ইউ চীনের ওপর মোট ১২৭ বার ডাম্পিং বিরোধী তদন্ত করেছে এবং এ সংখ্যা আরো বাড়ার প্রবণতাও দেখা দিয়েছে।

 বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যায্য বাণিজ্য ব্যুরোর এই কর্মকর্তা উল্লেখ করেছেন, চীন ও ই.ইউ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে। দু'পক্ষ হচ্ছে পরস্পরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বিশ্বায়নের চ্যালেঞ্জের মোকাবেলায় চীন ও ই.ইউর আরো ঘনিষ্ঠভাবে সহযোগিতা এবং যৌথভাবে নিজের সার্বিক শক্তি উন্নত করা উচিত। চীন আশা করে, ই.ইউ তার বাণিজ্যিক উদ্ধার নীতি সুবিন্যস্ত করার প্রক্রিয়ায় যথাযথভাবে চীনের অবস্থান বিবেচনা করবে। চীন বিশ্বাস করে, এটা চীন ও ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল, সুষ্ঠু ও সুষম উন্নয়নের জন্য সহায়ক হবে।