২ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লীতে সার্কের ২৮তম পররাষ্ট্র মন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দারিদ্র বিমোচন, বাণিজ্য, শিক্ষা ও সন্ত্রাসবাদের উপর আঘাত হানাসহ নানা ক্ষেত্রের আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
সম্মেলনে সার্কের আটটি সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রীরা দক্ষিণ এশিয়ার উন্নয়ন তহবিল স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছেন। যাতে এই অঞ্চলের দারিদ্র সমস্যা সমাধানের ক্ষেত্রে সাহায্য করা যায়। অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, খাদ্যশস্য মজুদ করা, দূরপাল্লার চিকিত্সা নেট এবং সার্কের তৈরী পোশাক ও কারুশিল্প যাদুঘরসহ নানা প্রকল্পের আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
এবারের পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে ৩ এপ্রিল অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুতি নেয়া। ভারতের পররাষ্ট্র সচিব শিবসংকর মেনন জানান, এবারের সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সরকারী চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে।
|