প্রথমেই বিশ্বকাপ ক্রিকেটের খবর:
শুরুতেই বাংলাদেশী বন্ধুদের জন্য ক্রিকেটের একটি খবর । গতকাল ৩১ মার্চ এন্টিগুয়ায় স্যার ভিভিয়ান রিচার্ডস ষ্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় বাংলাদেশ মুখোমুখি হয় ক্রিকেটের কিংবদন্তী অষ্ট্রোলিয়ার ।এ খেলায় বাংলাদেশ টসে হেরে প্রথম ব্যাট করে মোট ১০৪ রান তুলতে সক্ষম হয় ৬ উইকেটের বিনিময়ে । অপর দিকে অষ্ট্রেলিয়া ভালো বোলিং ও ফিল্ডিং শেষে ব্যাটিং করে মাত্র ১৩ ওভারেই কাঙ্খিত রান তুলে নিতে সক্ষম হলে বাংলাদেশ ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয় । উল্লেখ্য যে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচটি ৫০ ওভার থেকে কমিয়ে ২২ ওভারে নির্ধারন করা হয় ।
এবারে গত ২৭শে মার্চ থেকে শুরু বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় পর্বের অর্থাত্ সুপার এইটের খেলায় কে কোন মাঠে কত রানে বা উইকেটে জিতেছে ।
গেলো ২৭ মার্চ অনুষ্ঠিত সুপার এইটের প্রথম খেলায় অষ্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩২২ রান তোলে। জবাবে ওয়েষ্ট ইন্ডিজ ৪৫.৩ ওভারে ২১৯ রানে সবাই আউট হয়ে গেলে অষ্ট্রেলিয়া ১০৩ রানের বিশাল জয় পায় ।
২৮ মার্চ গায়নার প্রভিডেন্স ষ্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলা ২০৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৮.২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২১২ রান তুলে ১ উইকেটে জয়লাভ করতে সক্ষম হয়েছে ।
২৯ মার্চ সুপার এইটের তৃতীয় খেলায় এন্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস ষ্টেডিয়ামে স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজ মুখোমুখি হয় নিউজিল্যান্ডের । প্রথমে ব্যাট করতে নেমে ওয়েষ্ট ইন্ডিজ ৪৪.৪ ওভারে ১৭৭ রানে সবাই আউট হয়ে গেলে জবাবে নিউজিল্যান্ড ১০ ওভার ৪ বল বাকী থাকতেই ৩ উইকেটে ১৭৯ রান তুলে ৭ উইকেটে জয়লাভ করেছে ।
৩০ মার্চ সুপার এইটের তৃতীয় খেলা গায়নার প্রভিডেন্স ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । এ খেলায় ইংল্যান্ড মুখি মুখি হয় সদ্য বিশ্বকাপে খেলতে আসা আয়ারল্যান্ডের । এ খেলায় ইংল্যান্ডকে দারুন লড়াই করে জয়লাভ করতে হয় । ইংল্যান্ডের ৭ উইকেটে ২৬৬ রানের জবাবে আয়ারল্যান্ড৪৮.১ ওভারে ২১৮ রান তুলতে সক্ষম হয় ।
১ এপ্রিল গায়নার প্রভিডেন্স ষ্টেডিয়ামে অনুস্ঠিত হয় সুপার এইটের ষষ্ঠ খেলা । শ্রীলঙ্কা আর ওয়েষ্ট ইন্ডিজ-এর মধ্যে অনুষ্ঠিত এ খেলায় শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩০৩ রান তুললে জবাবে ওয়েষ্ট ইন্ডিজ সব কটি উইকেট হারিয়ে মাত্র ১৯০ রান তুলতে সক্ষম হয় । শ্রীলঙ্কা ১১৩ রানে জয়লাভ করেছে ।
সুপার এইটের খেলার ফিকচার :
২ এপ্রিল এন্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস ষ্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যচে হারানো নিউজিল্যান্ডের।
৩ এপ্রিল গায়নার প্রভিডেন্স ষ্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড।
৪ এপ্রিল এন্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস ষ্টেডিয়ামে প্রতিদ্বন্দিতা করবে ইংল্যান্ড ও শ্রীলঙকা ।
৭ এপ্রিল গায়নার প্রভিডেন্স ষ্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও বাঙলাদেশ ।
৮ এপ্রিল এন্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস ষ্টেডিয়ামে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়বে ইংল্যান্ড ।
৯ এপ্রিল গায়নার প্রভিডেন্স ষ্টেডিয়ামে আয়ারল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ।
১০ এপ্রিল গ্রানাডার ন্যাশনাল ক্রিকেট ষ্টেডিয়ামে স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ।
১১ এপ্রিল বার্বাডোজের কেনসিংটন ওভাল ষ্টেডিয়ামে লড়াই হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে ।
১২ এপ্রিল গ্রানাডার ন্যাশনাল ক্রিকেট ষ্টেডিয়ামে শ্রীলঙ্কা খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ।
১৩ এপ্রিল বার্বাডোজের কেনসিংটন ওভাল ষ্টেডিয়ামে প্রতিদ্বন্দিতা হবে আয়ারল্যান্ড ও আষ্ট্রেলিয়ার মধ্যে ।
১৪ এপ্রিল গ্রানাডার ন্যাশনাল ক্রিকেট ষ্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ।
১৫ এপ্রিল বার্বাডোজের কেনসিংটন ওভাল মাঠে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ।
১৬ এপ্রিল গ্রানাডার ন্যাশনাল ক্রিকেট ষ্টেডিয়ামে অষ্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা।
১৭ এপ্রিল বার্বাডোজের কেনসিংটন ওভাল ষ্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড।
১৮ এপ্রিল গ্রানাডার র্নাশনাল ক্রিকেট ষ্টেডিয়ামে আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা ।
১৯ এপ্রিল বার্বাডোজের কেনসিংটন ওভাল ষ্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েষ্ট ইন্ডিজের ।
২০ এপ্রিল গ্রানাডার ন্যাশনাল ক্রিকেট ষ্টেডিয়ামে অষ্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড এবং
২১ এপ্রিল বার্বাডোজের কেনসিংটন ওভাল ষ্টেডিয়ামে সুপার এইটের শেষ খেলায় ইংল্যান্ড মুখোমুখি হবে স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজের ।
এদিকে ১৭ বছর ধরে একদিনের আন্তর্জাতিক ম্যাচের বিশ্বখ্যাত খেলোয়াড় অনিল কুম্বলে এবারে ভারতের বিশ্বকাপের খেলা থেকে বিদায়ের পর পরই একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের কথা ঘোষণা দিয়েছেন। কুম্বলে ২৭১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩৩৭টি উইকেট নিজের পকেটে পুরতে সক্ষম হয়েছেন ।
এ ছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিম আশরাফ পাকিস্তানের লজ্জাজনকভাবে বিশ্বকাপ থেকে বিদায়ের পর পদত্যাগ করলেও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তার পদত্যাগ পত্র গ্রহণ করেন নি ।
চীনা সাঁতারুর নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি
চীনা সাঁতারু কুও চিং চিং বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। ২৫ মার্চ অষ্ট্রেলিয়ার মেলবোর্ণে অনুষ্ঠানরত ১২তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ফাইনালে কুও চিং চিং ৩৮১.৭৫ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করেছিন । তিনি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ইতিহাসে প্রথম সাঁতারু যিনি একই ইভেন্টে পর পর চারবার চ্যাম্পিয়ন হয়েছেন ।
শাংহাই ২০১১সালে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপের আয়োজন করবে
আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন ২৪ মার্চ অষ্ট্রেলিয়ার মেলবোর্ণে ঘোষণা করেছে, চিনের শাংহাই ২০১১ সালের ১৪তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার আয়োজনের অধিকার পেয়েছে । বিশ্বের সর্ব্বোচ্চ মানের সাঁতার প্রতিযোগিতা এই প্রথমবার চীনে অনুষ্ঠিত হবে ।
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা প্রতি দু'বছরে একবার অনুষ্ঠিত হয় । ২০০৯ সালের ১৩তম বিশ্ব চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ইতালীর রাজধানী রোমে অনুষ্ঠিত হবে ।
এদিকে অষ্ট্রেলিয়ার মেলবোর্ণে
অনুষ্ঠানরত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী ইউক্রেনের সাঁতার কোচ মিখাইলোজুব কোভকে অসামাজিক কর্মকান্ডের দায়ে ৬ বছরের জন্য নিষিদ্ধ করেছে ।
|