v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-02 19:37:14    
২৬ মার্চ--২ এপ্রিল, ২০০৭

cri
    .পাকিস্তানে সরকারের দমন অভিযান সত্তেও মাদ্রসাগুলো জঙ্গি প্রশিক্ষণ ও চরমপন্হী দলগুলোকে সমর্থন দিচ্ছে। তাদের এসব কর্মকাগু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছি। ইন্টারন্যশনাল ক্রাইসিস গ্রুপ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান ৩০ মার্চ এ কথা জানায়।

   ১. ব্রাসেলসভিত্তিক প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়,দক্ষিণাঞ্চলীয় নগরী করাচির মাদ্রাসাগুলো জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তান ও ভারতনিয়ন্ত্রত কাশ্মীরে পাঠাচ্ছে।

    প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রকল্পের পরিচালক সামিনা আহমাদ বলেন,সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে করাচিসহ পাকিস্তানের অন্যান্য স্থানে এসব মাদ্রাসা,সাম্প্রদায়িক ও জঙ্গি গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক বৃদ্ধি পাচ্ছে এবং তারা সক্রিয়ভাবে তাদের কর্মকাগু চালিয়ে যেতে পারছে।

    ২০০৫ সালার জুলাই মাসে জেনারেল মোশাররফ পাকিস্তানের সব মাদ্রাসার নিবন্ধন করানোর ও মাদ্রাসার সব বিদেশী ছাত্রকে বহিষ্কার করার অঙ্গীকার করেছিলেন। ওই বছর ৭ জুলাই লন্ডনে বাসে আত্মঘাতী বোমা হামলাকারীদের দুজন পাকিস্তানে অবস্থান করতে পারে-এটা জানার পর জেনারেল মোশাররফ এ অঙ্গীকার করেন।

    ২.বোরখা পরিহিত স্কুলছাত্রীরা ২৯ মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কয়েকটি পতিতালয়ে তালেবানি স্টাইলে হানা দিয়েছে। "ভাইস অ্যান্ড ভার্চু' নামে এ অভিযান-চালানোর পর ছাত্রীরা ইসলামাবাদের মিউজিক ও ভিডিওর দোকানগুলো বন্ধের দাবি জানিয়েছে। পাকিস্তানের চরমপন্হীদের ইত্থানের ইঙ্গিত দিয়ে একই দিনে তালেবান সমর্থিত গেরিলারা একটি শহরে রকেট হামলা চালিয়েছে। তারা এ সময় অক্সফোর্ড পাবলিক স্কুলের পৃন্সিপালকে অপহরণ করে। ওই হামলায় এক নিরাপত্তা রক্ষী নিহত হয়। ওই স্কুলের ছাত্রদের আত্মঘাতি বোমা হামলার কাজে ব্যবহারের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর গেরিলারা ওই হামলা চালায়। বৃহস্পতিবারের ওই দুটি ঘটনায় পাকিস্তানে ব্যাপক মৌলবাদের বহিঃপ্রকাশ ঘটেছে। ওই পরিস্থিতি মধ্যপন্থী মুসলিম দেশ পাকিস্তানকে ঝুকির মুখে ফেলেছে। পতিতালয়ে হানা দেয়ার অভিযানে অংশ সেয়া জামিয়া হাফসা সেমিনারির ছাত্রী সিমা জুবায়ের (২০)বলেন,অভিযানকালে তারা আন্টি শামিমা নামে এক বৃদ্ধা,তার মেয়ে, মেয়ে জামাই ও নাতিকে আটক করেছে। তিনি বলেছেন,পতিতালয় বন্ধের প্রতিঞ্জা করলেই তাদের ছেড়ে দেয়া হবে। ওই ইসলামাবাদ পুলিশ গত বৃহস্পতিবার রকজধানী ইসলামাবাদের ৩০০ কালোমিটার দূরে একটি স্কুলে হামলা চালায়। ওই অপহরনে আত্মঘাতী বোমা হামলার কাজে ব্যবহারের চেষ্টার অভিযোগে পুলিশ দুই সন্দেহভাজনকে গত সোমবার গুলি করে। এরই প্রতিবাদ হিসেবে গেরিলারা ওই হামলা চালায়। স্থানীয় পুলিশ প্রধান ওমর হায়াত বলেন,শত শত গোরিলারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় এক ঘন্টা বন্দুকযুদ্ধ চালায়। এতে এক নিরাপত্তা সদস্য নিহত হয়। গেরিলারা অক্সফোর্ড পাবলিক স্কুলের পৃন্সিপালকে ওই সময় অপহরণ করে বলে তিনি জানান।

    ৩.এশিয়ায় নদীর পানি শুকিয়ে যাবে বাড়বে রোগবালাই

    এশিয়ায় দাবানলের মতো ধেয়ে আসছে রোগ-ব্যাধি, বন্যা-খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। জাতিসংঘের ১৪০০ পৃষ্ঠার এক রিপোর্টে এ ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে , তাপমাত্রা বৃদ্ধির কারণে ২০৫০ সালের মাধ্যে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম বিপযর্য় নেমে আসতে পারে। নদীর পানি শুকিয়ে যাবে। রিপোর্টে উল্লেখ করা হয়, ২০৫০ সালের মধ্যে বিশ্বের ১১০ থেকে ৩২০ কোটি লোক পানি সংকটে নিপতিত হবে। পানির অভাবে কৃষি উত্পাদন মারাত্মকভাবে বিঘ্নিত হবে। ফলে ২০ থেকে ৬০ কোটি লোক ওই সময়ের মধ্যে দুর্ভিক্ষের কবলে পড়বে। এছাড়া বন্যার কারণে আরও ২০ থেকে ৭০ লাখ লোকের জীবন বিপন্ন হয়ে পড়বে। রিপোর্টে বলা হয়, এশিয়ায় যে হারে মানুষ বাড়ছে তাতে এ মহাদেশের ১শ' কোটির বেশি লোক আগামী ৪০ বছরের মধ্যে খাবার পানি সংকটের মুখোমুখি হবে। দক্ষণ এশিয়ার অনেক অঞ্চলে ২০৫০ সালের মধ্যে খরার কারণে ৩০ শতাংশ উত্পাদন কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমালয়সহ বিভিন্ন স্থানে জমাট বাঁধা বরফ গলতে শুরু করবে। এতে সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে। এশিয়ার উপকূলে বন্যার প্রবণতা বাড়বে। ভারত বাংলাদেশের মতো অনেক দেশের ৩০ কোটি লোককে অহরহ বন্যার কবলে পড়তে হবে। রিপোর্টে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বন্যা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া কলেরা মহামারী আকার ধারণ করলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বন্যায় মশার উপদ্রব বাড়বে। মাশার কারণে ম্যালেরিয়াও ভয়ানক আকারে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। রিপোর্টে বলা হয়, আগামী চার দশকে বিশ্বের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এটি হলে হিমালয় অঞ্চলে জমাট বাঁধা বরফের পাঁচ ভাগের চার ভাগই অদৃশ্য হয়ে যাবে। এতে উপকূলীয় অঞ্চলে বন্যা ভূমিধস বাড়বে। হিমালয়ের বরফ না থাকলে অনেক নদী শুকিয়ে যাবে। কেননা হিমালয়ের বরফগলা পানিই এশিয়ার বিভিন্ন নদীর পানির সবচেয়ে বড় উত্স। নদী শুকিয়ে গেলে এখানে খরা বাড়বে আশংকাজনকভাবে। জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরা রিপোর্টটি তৈরি করেন। এটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

    ৪.পাকিস্তান ৩১ মার্চ পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরিক্ষা চালিয়েছে। সামরিক বাহিনী এ কথা জানায়।

    ভারত ৩১ মার্চ উড়িষ্যা রাজ্যসংলগ্ন বঙ্গোপসাগর থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষোপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর পাকিস্তান এই পরীক্ষা চালাল।

    ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য 'আবদালি'নামের ওই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভেতরে এক অজ্ঞাত স্থান থেকে ছোড়া হয়। রাওয়ালপিন্ডি শহরে সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সেটি ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্ত্ততে আঘাত হানতে পারে। এটি 'সব ধরনের পরমাণু ওয়্যারহেড বহনে সক্ষম'।