v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-02 19:31:31    
চীন আর জাতি সংঘ উন্নয়ন কার্যক্রমের সহযোগিতায় কয়লা উত্পাদনের নিরাপত্তা মান উন্নত করা হবে

cri
   সম্প্রতি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা উত্পাদন তত্ত্বাবধান ব্যবস্থাপনা প্রশাসন, চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতি সংঘ উন্নয়ন কার্যক্রমের যৌথ উদ্যাগে প্রণয়ন-করা ' চীনের কয়লা উত্পাদনের নিরাপত্তা নিশ্চয়তা জোরদার করার' প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল, চীনের ছোট নগর এবং গ্রামাঞ্চলের কয়লা উত্পাদনের নিরাপত্তা উন্নত করা ওবং এ ক্ষেত্রে কর্মনীতি ও আইন আরও সম্পূর্ণ করা। এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি রিপোট।

    এই প্রকল্প প্রধানত চীনের আনহুই, গুইযৌ, হোনান, লিয়াওনিং এবং সেনসি এ পাঁচটি প্রদেশে চালু হবে। এ প্রকল্পের বিষয়বস্তু হল, কয়লা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত জ্ঞান প্রশিক্ষণ দেয়া, থানা পযার্য়ের কয়লা প্রশাসন বিভাগের ব্যবস্থাপনা মান উন্নত করা এবং কয়লা নিরাপত্তা সংক্রান্ত আইন সম্পূর্ণ করা।

    চীন হচ্ছে বিশ্বের বৃহত্তম কয়লা উত্পাদনকারী ও ভোক্তা দেশ। চীনের মোট জ্বালানী সরবরাহে ৭০ শতাংশ হল কয়লা। চীনের রাষ্ট্রীয় কয়লা নিরাপত্তা তত্ত্বাবধান ব্যুর্রোর উপ মহ পরিচালক পং জিয়েন শিন ব্যাখ্যা করে বলেছেন, দীর্ঘকাল ধরে চীন কয়লা নিরাপত্তা উত্পাদনের দিকে গুরুত্ব দিয়ে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন স্তরের সরকার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর অবিরাম প্রচেষ্টার ফলে চীনের কয়লা নিরাপত্তা উত্পাদনে মৌলিকভাবে স্থিতিশীলতা বজায় রেখেছে। মৌলিকভাবে বলতে গেলে পরিস্থিতি ভালোর দিকে বিকশিত হচ্ছে। তিনি বলেছেন,

    সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার কয়লা নিরাপত্তা উত্পাদন সম্পর্কিত ধারাবাহিক আইন ও বিধান প্রকাশ করেছে, কয়লা নিরাপত্তা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার কাঠামো আরও সম্পূর্ণ করেছে । তা ছাড়া, চীন সরকার বিপুল পরিমাণের অবৈধ কয়লা বন্ধ করে দিয়েছে। যার ফলে কয়লা নিরাপত্তা উত্পাদন ক্ষেত্রে লক্ষ্যনীয় সাফল্য অর্জিত হয়েছে।

    পরিসংখ্যাণ অনুযায়ী, কয়লার বার্ষিক উত্পাদন পরিমাণ গত শতাব্দীর শেষ দিকের ১৩০ কোটি টন থেকে বতর্মানে ২৩০ কোটি টন হয়েছে। কিন্তু কয়লা দুর্ঘটনায় নিহতদের সংখ্যা গত শতাব্দীর শেষ দিকের বছরে প্রায়৭ হাজারের চেয়ে গত বছর ৪ হাজারে কাছাকাছি কমে গেছে। মৃত্যুর হারও ২০০৫ সালের শতকরা ৫ ভাগ থেকে গত বছরের শতকরা ২ ভাগ কমে গেছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে তিনি স্বীকার করেন, বতর্মানে    চীনের কয়লা নিরাপত্তা উত্পাদনে এখনও কিছু সমস্যা বিদ্যমান। বিশ্বের আধুনিক কয়লা উত্পাদনকারী দেশগুলোর তুলনায় এ ক্ষেত্রে চীন পিছিয়ে পড়েছে। এ প্রসঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা উত্পাদন তত্ত্বাবধান ব্যবস্থাপনা প্রশাসনের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের উপ মহা পরিচালক হু ইউ হো বলেছেন, নিরাপত্তা ব্যবস্থাপনার মান উন্নত করার জন্যে চীন এখন জাতি সংঘ উন্নয়ন কাযক্রমের সঙ্গে নিবিড় সহযোগিতা চালাচ্ছে। তিনি বলেছেন,

    আমরা বিদেশের কয়লা নিরাপত্তা সংক্রান্ত আইন নিয়ে গবেষণা করেছি । তা ছাড়া , এই ক্ষেত্রে বিদেশের আধুনিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা অবহিত করার জন্য আমরা বেশ কয়েক জন বিদেশী বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানাবো। এর সঙ্গে সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে বিভিন্ন পক্ষের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা শোনা হবে।

    চীনে জাতি সংঘ উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি মা হো লি বলেছেন, তারা কয়লা নিরাপত্তা ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। তিনি মনে করেন, এই প্রকল্পের মাধ্যমে চীনের কয়লা নিরাপত্তা উত্পাদনের অবস্থা আরও উন্নত হবে। তিনি বলেছেন,

    এই সহযোগিতা প্রকল্প চীনের কয়লা শিল্পের প্রশিক্ষণ শিক্ষার সামর্থ্য উন্নত করবে। বিশেষ করে উল্লেখিত পাঁচটি প্রদেশের ছোট নগর আর গ্রামাঞ্চলগুলোর ব্যবস্থাপনা মান উন্নত হবে। তা ছাড়া, এই প্রকল্প চালু হওয়ার ফলে চীনের কয়লা নিরাপত্তা উত্পাদনের মানদন্ড আরও সম্পূণ হবে।