v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-02 19:58:44    
চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে মিথেন গ্যাস সংক্রান্ত প্রযুক্তি ব্যবহৃত

cri

    মিথেন গ্যাস এমন ধরণের গ্যাস যা হচ্ছে দূষণমুক্ত জ্বালানী। এ গ্যাস হচ্ছে জঞ্জাল পরিশোধনের একটি পরিষ্কার জ্বালানী । এ গ্যাস বহু ক্ষেত্রে বিবিধভাবে ব্যবহার করা যায়। চীনের গ্রামাঞ্চলে মানুষ , পশুর মল এবং দৈনন্দিন জীবনের উষ্টিষ্ট মিলিয়ে প্রক্রিয়ার মাধ্যমে মিথেন গ্যাস উত্পাদন করা যায়। মিথেন গ্যাস আমাদের দৈনন্দিন জীবনে তাপায়ন, বিদ্যুত্ সরবরাহ এবং রান্নাসহ বিভিন্ন ক্ষেত্রের চাহিদা মিটিয়েছে। উল্লেখ্য যে, মিথেন গ্যাস ব্যবহার্য্য ক্ষেত্রের কিছু অবশিষ্ট ফসল উত্পাদনের একটি উপযুক্ত সার হিসেবেও ভূমিকা পালন করতে পারে। আজকের " বিজ্ঞান ও জীবন " অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করবো:

    বন্ধুরা, সম্প্রতি আমাদের সংবাদদাতা চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে গিয়ে ওখানকার অধিবাসীদের সাক্ষাত্কার নিয়েছেন। জানা গেছে, তারা মিথেন গ্যাস সংক্রান্ত প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করার ফলে আগের চেয়ে পরিবেশ আরো বেশি আকর্ষণীয় এবং পাহাড়গুলো সবুজাভ হয়ে খুবই দৃষ্টি ন্দন হয়েছে। এ ব্যাপারে কৃষকরা অনেক লাভবান হয়েছে । কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের দারিদ্র্য বিমোচন বিষয়ক কেন্দ্রের প্রধান হু ডে ছাই অবহিত করেছেন

যে, বর্তমানে মিথেন গ্যাস ব্যবহারের ক্ষেত্রে একটি খুবই উপযুক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে । স্থানীয় সরকার ইতোমধ্যেই মিথেন গ্যাসের সার্বিক ব্যবহার ও উন্নয়নকে কৃষকদের দারিদ্র্য বিমোচন ক্ষেত্রের পূর্ণাঙ্গ কর্মসূচীতে অন্তর্ভূক্ত করেছে। তিনি বলেন: " মিথেন গ্যাস বহু ক্ষেত্রেই এখন প্রাধান্য পাচ্ছে। একটি হচ্ছে স্থানীয় কৃষকদের জ্বালানী সমস্যার সমাধান করা। যাতে বনাঞ্চল উজার হওয়ায় রোধ কমিয়ে যথাযথভাবে একটি উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা যায়। আরেকটি হচ্ছে মিথেন

গ্যাস ব্যবহারের সময় পরিবেশ পরিচ্ছন্ন থাকে এবং মানুষের স্বাস্থ্য রক্ষার জন্যও তা চমত্কার কাজ করে । উল্লেখ্য, গরু এবং ঘোড়সহ নানা ধরণের পশু-পাখির মল এ মিথেন গ্যাস তৈরীতে উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এমন কি, এ মিথেন গ্যাস ব্যবহারের পরতার অবশিষ্টাংশ কৃষি ক্ষেত্রে ফসল উত্পাদনে একটি উপযুক্ত সার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া, মিথেন গ্যাসকে ব্যবহার করায় শ্রম-শক্তির সমস্যারও সমাধান হয়েছে। এতে বিশেষ করে নারীরা বেশি লাভবান পেয়েছে।

    চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের নান নিং শহরের একটি উপকন্ঠে কৃষক লান হুয়া লিন জন্ম গ্রহণ করেন। তাঁর পরিবারের লোকসংখ্যা মোট ৪ জন । কৃষিতে ভূমি বন্টন ব্যবস্থা অনুযায়ী, তিনি প্রায় ২ হেকটর জমিতে চাষ করেন। দৈন্দিন ব্যয়ভার সম্পন্নের পর কিছু টাকা সাশ্রয় করে তিনি একটি আধুনিক দু'তলা বাড়ী নির্মাণ করেছেন। সংবাদদাতা তাঁর পরিবারে সাক্ষাত্কার নেয়ার সময় দেখেছেন যে, তাঁর পরিবারে চীনের গ্রামাঞ্চলের ঐতিহ্যিক সাধারণ

ব্যবহার্য্য উনুন নেই । বরং, তাঁর বাড়ির চার দিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন । লান হুয়া লিনের স্ত্রী সংবাদদাতাকে বলেছেন, এ সব মিথেন গ্যাস সংক্রান্ত প্রযুক্তি ব্যবহারের ফল। " রান্না করার সময় আমি মিথেন গ্যাস ব্যবহার করি, এর অনেক সুবিধা আছে। এর আগে , রান্নার জন্য আমি পাহাড়ের গাছ এবং লতা-পাতা সংগ্রহ করতাম । পরে এসব রোদে শুকানোর পর তা দিয়ে রান্নার কাজ চলতো। এখন মিথেন গ্যাসের ওপর নির্ভর করে আমি সময় বাঁচিয়ে এখন গরু পালনসহ ভূট্টা এবং নানা ধরণের সবজীও ফসলের চাষ করতে পারি।"

    কুং ছেং ইয়াও জাতির স্বায়ত্তশাসিত জেলা চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের কুই লিন শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এ শহরের লোকসংখ্যা মাত্র ৩ লাখ । এখানে প্রত্যেক পরিবারে মিথেন গ্যাস সংক্রান্ত প্রযুক্তির ব্যবহারের বিষয়টি সর্বত্রই দেখা যায়। মিথেন গ্যাসের পাইপ প্রত্যেক কৃষকের পরিবারেই রয়েছে । এতে মিথেন গ্যাসের উত্পাদন ও ব্যবহার্য্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । ফলে গ্রামাঞ্চলের শ্রম-শক্তি সাশ্রয় ও জমির ব্যবহস্থারে সময় পাওয়া যাচ্ছে। কৃষক রুং ওয়েন সি সংবাদদাতাকে বলেছেন, তাঁর পরিবারের রান্না ও গরম পানিসহ নানা ক্ষেত্রে মৌলিকভাবেই মিথেন গ্যাসের ওপর নির্ভর করা হয় । তিনি বলেন: " মিথেন গ্যাস ব্যবহার অনেক সস্তা। এর আগে, আমাদের প্রাকৃতিক গ্যাস নিয়ে রান্না করায় প্রত্যেক মাসে এর খরচ হলো ৯২ ইউয়ান। এখন মিথেন গ্যাস ব্যবহার করে প্রত্যেক মাসে খুব কম ব্যয় হয় এমনকি সবচেয়ে বেশি ব্যবহার করেও এর খরচ শুধু মাত্র ৩২ ইউয়ান। তাই আগে ব্যয়কৃত্র অন্ঠের তিন ভাগের দুই ভাগই বেঁচে যায় ।"

    কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের মিথেন গ্যাস সংক্রান্ত প্রযুক্তির উন্নয়নে অনেক সাফল্য অর্জিত হয়েছে। এর মাধ্যমে কৃষকরা বেশি লাভবান হয়েছে এবং একটি নতুন ধরণের গঠনমূলক গ্রামীণ পথে যাচ্ছে । অনেক দেশ-বিদেশী বন্ধুরা এখানে এসে পরিদর্শন করে গেছে । সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন কর্মকর্তা লি ফাং চেন অবহিত করেছেন যে, কুয়াং সি চীনে দারিদ্র্য বিমোচন ক্ষেত্রের একটি দৃষ্টান্ত হিসেবে আফ্রিকাসহ উন্নয়নশীল দেশগুলোর পরিদর্শক দলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। তিনি বলেন:

      " সবাই জানে যে, আফ্রিকার আবহাওয়া খুবই গরম। এর সঙ্গে আমাদের কুয়াং সি অঞ্চলের অনেক মিল রয়েছে। তাই এখন আফ্রিকার দেশগুলোতে মিথেন গ্যাস সংক্রান্ত প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। এর ওপর তাদের অনেক কৌতূহলও রয়েছে ।"

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুযোগ পেলে আপনারা নিশ্চয়ই চীনে আসবেন। তখন আমার সঙ্গে কুয়াং সি প্রদেশে নিয়ে সেখানকার সুন্দর সুন্দর সব দৃশ্য দেখাবো।