২ এপ্রিল দুপুরে শ্রীলংকার পূর্বাঞ্চলে একটি বাস বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ১০ জনেরও বেশী আহত হয়েছেন।
খবরে জানা গেছে, বিস্ফোরণটি রাজধানী কলোম্বোর পূর্বাঞ্চল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত আমপারা থানার কাছাকাছি একটি সামরিক চেক-পয়েন্টে ঘটে। তখন এই বাস শ্রীলংকার সরকারী সৈন্যরা তল্লাসি করছিল।
এ পর্যন্ত কোনো সংস্থা বা ব্যক্তি এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। কিন্তু শ্রীলংকার সামরিক বাহিনী অভিযোগ করেছে যে, সরকার বিরোধী সশস্ত্র সংস্থা এল টি টি ই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
|