সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকার, ইথিওপিয় বাহিনী এবং সোমালিয়ার সাম্প্রদায়ীক সশস্ত্র যোদ্ধাদের মধ্যে রাজধানী মেগাদিসুতে সংঘটিত তুমুল সংঘর্ষ পয়লা এপ্রিল চতুর্থ দিনে প্রবেশ করেছে। গত তিন দিন যুদ্ধে কমপক্ষে ১৫০ জন নিহত এবং তিন'শরও বেশী লোক আহত হয়েছেন।
খবরে জানা গেছে, ৪৫০ জনেরও বেশী লোক হচ্ছেন নিরীহ লোক। সোমালিয়ার সরকারী বাহিনী, ইথিওপিয় বাহিনী এবং সাম্প্রদায়ীক সশস্ত্র যোদ্ধা হতাহতের পরিস্থিতি এখনও ঠিক হয়নি। গত তিন দিনের চেয়ে পয়লা এপ্রিল সংঘটিত যুদ্ধের মাত্রা একটু কমেছে। কিন্তু মোগাদিসু শহরের কয়েকটি স্থানে মাঝে মাঝে গুলি বা বোমার শব্দ শোনা যায়।
২৩ মার্চ থেকে সোমালিয়ার সরকারী বাহিনী এবং ইথিওপিয় বাহিনী ট্যাংক এবং হেলিকপ্টারের মাধ্যমে মোগাদিসু শহরের সাম্প্রদায়ীক সশস্ত্র যোদ্ধাদের উপর ব্যাপক হামলা চালিয়ে আসছে। এটি হচ্ছে ১৯৯১ সালের পর মেগাদিসুতে সংঘটিত সবচেয়ে বড় যুদ্ধ।
|