ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলামার্ট পয়লা এপ্রিল বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া সামনে এগিয়ে নিতে তিনি আরব দেশগুলোকে নিয়ে আঞ্চলিক শান্তি সম্মেলন আয়োজন করতে ইচ্ছুক।
ওলমার্ট এদিন জেরুজালেম সফররত ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্র জার্মানীর প্রধানমন্ত্রী এ্যানজেলা মার্কেলের সঙ্গে অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে বলেছেন, শান্তি সম্মেলনে অংশ নেয়ার জন্যে তিনি সৌদী আরবের রাজা আব্দুল্লাহ বিন আব্দুল-আজিজসহ আরব দেশগুলোর নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাতে এবং তাদের সঙ্গে সংঘর্ষ সমাধানের ধারণা বিনিময় করতে ইচ্ছুক।
যুক্তরাষ্ট্রের টাইমস সপ্তাহিক পাবলিকেশনের ওয়েব সাইটের রিপোর্ট থেকে জানা গেছে, ওলমার্ট সম্প্রতি জেরুজালেমে টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ইস্রাইল সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে "নিম্ন পর্যায়ের" যোগাযোগ করেছে। তিনি সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনা আয়োজন করতে ইচ্ছুক।
এদিন ওলমার্ট জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতায় বলেছেন, ই ইউ ফিলিস্তিন ও ইস্রাইলের শান্তি আলোচনার জন্যে সাহায্য দিতে ইচ্ছুক। কিন্তু ই ইউ ফিলিস্তিন ও ইস্রাইলকে একটি শান্তি পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য করতে পারে না। ফিলিস্তিন ও ইস্রাইলের উচিত নিজেদের সংঘর্ষ সমাধান করা।
|