২ এপ্রিল পাকিস্তান পুলিশ সূত্রে জানায়, সম্প্রতি পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষার ধ্বস ঘটেছে বলে ৩২জন নিহত এবং ১৪জন আহন হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, ইসলামাবাদের ২৭০ কিলোমিটার দূরের চিত্রাল অঞ্চলে প্রচন্ড তুষার ও বৃষ্টির কারণে তুষার ধস ঘটে। এতে অনেক বাড়িঘর বিধ্বস্ত এবং অনেকে নিখোঁজ রয়েছে। পুলিশ জানায়, নিহতদের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, তুষার ধসের কারণে গ্রামে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। সরকার দুটি হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় ওষুধ ও খাবার পাঠিয়েছে এবং উদ্ধার কাজ শুরু করেছে।
|