তিনদিনব্যাপী "এশিয়া সমুদ্র-২০০৭" যোগাযোগ সম্মেলন দোসরা এপ্রিল সিংগাপুরে অনুষ্ঠিত হয়েছে। সিংগাপুরের প্রেসিডেন্ট এস.আর.নাথেন উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, আন্তর্জাতিক সমুদ্র পরিবহনে এশিয়া অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নাথেন বলেন, এশিয় দেশের অর্থনীতি উন্নয়নের কারণে এশিয়া পৃথিবীর সমুদ্র পরিবহন কেন্দ্র পরিণত হয়েছে। নাথেন এশিয় দেশের সরকার, সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতি এই সুযোগ আকড়ে ধরে নিজ নিজ দেশের সমুদ্র নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার উপর গুরুত্বারোপ করেন।
পাশা পাশি আয়োজিত সামদ্রিক যানবহন সংক্রান্ত যন্ত্রপাতি প্রদর্শনীতে চীনসহ ২৪টি দেশ ও অঞ্চলের ২৫০টি প্রতিনিধি দল অংশ নিয়েছে।
|