সম্প্রতি চীনের বিদেশে সরাসরি পুঁজি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০০৬ সালে ব্যাকিং ছাড়া চীনের বিদেশে সরাসরি পুঁজি ছিল প্রায় ১৬.১ বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিদেশে চীনের পুঁজির ভিত্তিতে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠান ১০ জাহাজ ছাড়িয়ে গেছে।
জানা গেছে, আন্তর্জাতিক কম্পানির সঙ্গে সংযুক্তি হলো বতর্মান বিদেশে চীনের পুঁজি ব্যবহারের প্রধান পদ্ধতি। ২০০৬ সালে এই ক্ষেত্রে মোট পুঁজির পরিমান ছিল ৩৬.৭ শতাংশ ।
চীন সরকার বরাবর বিদেশে পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের প্রতি স্থানীয় আইন অনুসরণের এবং স্থানীয় রীতিনীতির প্রতি সম্মান দেখিয়ে পরিবেশ সুরক্ষা করার দাবি জানায়।বর্তমান চীনের বিদেশে পুঁজি ৫টি মহাদেশের ১৬০টি দেশ রয়েছে। তা স্থানীয় অর্থনীতি ত্বরান্বিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে।
|