চীনের জাতীয় বিপর্যয় প্রশমন কমিটি ও জাতিসংঘ আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন কৌশলের সহযোগিতায় আন্তর্জাতিক খরার আশংকা প্রশমন কেন্দ্র ২ এপ্রিল চীনের রাজধানী পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে ।
এ কেন্দ্রের প্রধান কাজ হচ্ছে খরার আশংকা প্রশমনের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যে , বিশেষ করে এশিয় দেশ ও অঞ্চলগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন দেশ ও অঞ্চলে খরার বিপর্যয় প্রশমনের সামর্থ্য বাড়ানো ।
চীনের জাতীয় বিপর্যয় প্রশমন কমিটির উপ-মহাপরিচালক লি লি কোও বলেছেন , দীর্ঘদিন ধরে চীন বিপর্যয় প্রশমনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর জন্যে প্রচেষ্টা চালিয়ে আসছে । আন্তর্জাতিক খরার আশংকা প্রশমন কেন্দ্রের প্রতিষ্ঠা থেকে প্রতীয়মাণ হয় যে , চীন সরকার এ ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে ।
|