v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-02 15:43:10    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৪/২

cri

 চীনের রাজধানী পেইচিংয়ের বিখ্যাত পূর্ব ছিয়াং আন রাজপথে রয়েছে একটি সুপরিচিত পোষাক বাজার --- সিউসুইচিয়ে বাজার। এখানকার চীনের বৈশিষ্ট্যসম্পন্ন রেশমী কাপড় বহু বিদেশী বন্ধুর দৃষ্টি আকর্ষণ করেছে। তবে অতীতে এ বাজারে কোনো কোন দোকানদার বিখ্যাত মার্কার পোষাকের অনুকরণে নকল পোষাক বিক্রি করতেন। তবে গত কয়েক বছরে বাজার ব্যবস্থাপনা বিভাগ ও দোকানদারদের সম্মিলিত প্রচেষ্টায় এ অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। এখন এ বাজারে যেসব পোষাক বিক্রি করা হচ্ছে, সেগুলো সবই খাঁটি মার্কার পোষাক। ৪ এপ্রিল সমাজ দর্পন আসরে শি চিং উ আপনাদের এ সিউসুইচিয়ে বাজারে নিয়ে যাবেন।

 কৃষকদের সচ্ছলতা ছাড়া চীনে সচ্ছল সমাজ গড়ে তোলা অসম্ভব। কৃষকদের শরীর চর্চা না চালালে প্রকৃত গণ স্বাস্থ্যও অর্জিত হবে না। অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে চিয়াংসু প্রদেশ চীন দেশের প্রথম সারিতে রয়েছে। এ প্রদেশ কৃষকদের শরীর চর্চার ওপর খুব গুরুত্ব দেয়। ২০০৬ সালে চিয়াংসু প্রদেশের ৭২৯৫টি গ্রামে শরীর চর্চার জন্য ব্যবহার্য ব্যবস্থা ও সরঞ্জাম গড়ে তোলা হয়েছে। এই সংখ্যা আগের ৮ বছরে এই প্রদেশে নির্মিত শরীর চর্চার জন্য ব্যবহার্য ব্যবস্থার মোট সংখ্যার চেয়েও বেশি। ৬ এপ্রিল সেই গ্রাম এই জীবন আসরে চীনের চিয়াংসু প্রদেশের গ্রামাঞ্চলে শরীর চর্চা সম্পর্কিত নানা ইতিবাচক ব্যবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন শোনানো হবে।

 সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উইগুর জাতির অবসরপ্রাপ্ত নারী প্রফেসর রাইহান হাসিম এক হাজারেরও বেশি স্কুলচ্যুত ছেলেমেয়েকে আবার স্কুলে ফেরত পাঠিয়েছেন বলে ছেলেমেয়েরা তাঁকে ভালবাসার মা বলে আখ্যায়িত করে। রাইহান বলেছেন, আমার বয়স ৬৮ বছর। আমি বয়স্ক হয়েছি। কিন্তু আমি আমাদের এই ভালবাসার কাজ অব্যাহতভাবে চালাতে থাকব। আমি আরও বেশি মানুষকে এই কাজে অংশ নিতে উত্সাহ দেবো। আমি যতদিন জীবিত থাকব, ততদিনই পর্যন্ত এই কাজ চালিয়ে থাকবো।" ৬ এপ্রিল কন্যা জায়া জননী আসরে চুং শাও লি ভালবাসার মা রাইহান হাসিমের কাহিনী আপনাদের পড়ে শোনাবেন।

 চীনের উইগুর জাতির একটি শাখা চীনের সিনচিয়াং-এর উত্তর পশ্চিমাংশের তাকলামাকান মরুভূমির লুপুবো অঞ্চলে বসবাস করে। তাদের লুপু লোক বলা হয়। তারিমো নদী লুপু লোকদের বসবাসকারী অঞ্চলের মধ্য দিয়ে ধীরে ধীরে বইছে। ফলে মরুভূমিতে অসংখ্য হ্রদ ও বনাঞ্চল সৃষ্টি হয়েছে। নদীর ধীরে বসবাসকারী লুপু লোকেরা মাছ ধরার ওপর নির্ভর করে জীবনযাপন করতেন। তাদেরকে মরুভূমির জেলে বলা হয়। ৭ এপ্রিল ওরা অনন্য আসরে থান ইয়াও খান তাকলামাকান মরুভূমিতে বসবাসকারী লুপু লোকদের একটি গ্রাম- কারছুতু সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।