ভারসাম্য পুষ্টি গ্রহণ করা হচ্ছে বর্তমান জনপ্রিয় খাবার খাওয়ার একটি পদ্ধতি । কিন্তু মেনে চলা খুব কঠিন । যদিও নানা ধরনের পুষ্টিকর উপাদান নানা ধরনের খাবারে রয়েছে, কিন্তু প্রতিদিন আমরা কী কী পুষ্টিকর উপাদান খাই,তা অনেকেই সঠিকভাবে জানেন না। দীর্ঘ সময় ধরে না জেনে খাবার খেলে স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর হবে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে শরীরের স্বাস্থ্য বজায় রাখার জন্য খাবার খাওয়ার কিছু পদ্ধতির কথা বলবো ।
পুষ্টি বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিদিন যত বেশি ধরনের খাবার খাওয়া এবং আপনাদের অপছন্দের খাবারও খাওয়া স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিক । যেমন প্রতিদিন সকালে গমের তৈরী দু স্লাইস পাউরুটি এবং এক কাপ দূধ খান । এর মধ্যে রয়েছে ভিটামিন বি, ই, খনিজ উপাদান এবং ক্যালসিয়ামের পরিমাণ যা আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টির সঙ্গে সঙ্গতিপূর্ণ । রাতের খাবারে সব সময় বজরা দিয়ে তৈরী সিদ্ধ ভাত খেলে, তা শরীরের প্রয়োজনীয় ভিটামিন বি ২ দেবে এবং ঠোঁট ও মুখের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রতিরোধ করবে । তা ছাড়া এসব ধরনের জৈব যৌগে প্রচুর আঁশ থাকার জন্য সবসময় খেলে কোষ্ঠকাঠিন্যও দূর হয়ে যাবে । অনেক লোক শরীর স্লিম করার জন্য জৈব যৌগ খেতে চান না । আসলে এ ধারণা একটি ভুল পদ্ধতি । বিশেষজ্ঞরা মনে করেন, জৈব যৌগ শরীরের জন্য অনেক পুষ্টি ও শক্তি যোগায় তা স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় । স্লিম করার জন্য অবশ্যই তা খাওয়া উচিত । শুধু খাওয়ার পরিমাণ একটু কমানো দরকার ।
প্রতিদিন ২৫০ গ্রাম থেকে ৪০০ গ্রাম জৈব যৌগ , ৫০০ গ্র্যাম ফল আর সবজি খাওয়া ভালো । মাংস খেলে এর পরিমাণ ১০০গ্র্যামের চেয়ে কম এবং মুরগী ও মাছ গরু ও খাঁসির মাংসের চেয়ে শরীরের জন্য বেশ উপকারী । তা ছাড়া, ডাল দিয়ে তৈরী খাবার , এক কাপ দূধ এবং একটি ডিমও প্রতিদিন খাওয়া ভালো । মিষ্টি আলু ও অন্যান্য আলুসহ বিভিন্ন খাবারের মধ্যে অনেক ধরনের ভিটামিন ও খনিজ সম্পদ উপাদান রয়েছে । সবসময় খেলে হৃদ ও রক্তনালীর রক্ত চলাচলে তা খুব সহায়ক হবে ।
বিভিন্ন কাজে ব্যস্ত লোকজন অফিসে থাকার সময় যদি প্রতিদিন এক কাপ দৈ খান, তাহলে তা শরীরের রাসায়নিক হজমের জন্য ভালো । অল্প পরিমাণের বাদাম খেলে, হৃদ ও ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমতে পাবে ।
কিন্তু মনে রাখবেন , আলু চিপস, ইনস্টান্ট নুডল, কফি এবং কোকাকলাসহ বিভিন্ন খাবার কম খাওয়া বা না খাওয়াই ভালো । এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে ।
|