চীনের পরিবেশ ও সংস্কৃতি ত্বরান্বিত সমিতির উদ্যোগে আয়োজিত "সবুজ চীন-পরিবেশ সুরক্ষা দিবস" অনুষ্ঠান ৩১ মার্চ পেইচিং, শাংহাই, কুয়াংচৌসহ ৮টি শহরে একই সময়ে উদযাপিত হয়েছে। ১০ হাজার মানুষ প্রায় ৫ হাজার গাছ লাগিয়েছে। এর মাধ্যমে ৮টি "পরিবেশ সুরক্ষা দিবস" স্মৃতি বন স্থাপিত হয়েছে।
পেইচিংয়ে চীনের পরিবেশ সুরক্ষা ব্যুরোর উপ-পরিচালক ফান ইউয়ে বলেছেন, চীনের পরিবেশের অবস্থা গুরুতর, এবং তা উন্নত করার প্রধান শক্তি হলো জনসাধারণ। ৮টি শহরে আয়োজিত অনুষ্ঠানে ১০ হাজার অংশগ্রহণকারী নাম স্বাক্ষর করে "পরিবেশ-সুরক্ষা উত্সব" আইনের মতো প্রণয়ন করে পরিবেশ সুরক্ষার চেষ্টা চালাবে।
|