সম্প্রতি শানডং প্রদেশ সরকারের আহ্বানে একটি সভায় জানা গেছে, চীনের শানডং প্রদেশে দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানোর প্রধান প্রকল্প চলতি বছরের মধ্যে শুরু হবে। এর সঙ্গে সঙ্গে শানডং প্রদেশ বরাবর এলাকার সমস্ত দূষিত পানি পরিশোধন প্ল্যান্টের নির্মান কাজ আগামী জুন মাসের শেষ দিকে শেষ হবে।
চীনের উত্তরাঞ্চলে পানি সম্পদের সাংঘাতিক অপ্রতুলতা দূর করার জন্য দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানোর প্রকল্প শুরু হয়। এ প্রকল্প পূর্ব, মধ্য আর পশ্চিম এ তিনটি লাইনে ভাগ করা হচ্ছে। শানডং প্রদেশ হল এই প্রকল্পের পূর্ব অঞ্চল। চীনের ইয়াংসি নদীর পানি শানডং প্রদেশের মধ্য দিয়ে হোপে আর তিয়েনচিনে পাঠানো হবে। ৪৮০ও বেশী কিলোমিটার পাইপ লাইন শানডং প্রদেশের মধ্য দিয়ে স্থাপন করা হবে।
|