চীনের বীমা তত্ত্বাবধান কমিশনের ভাইস-চেয়ারম্যান চৌও ঠিন লি সম্প্রতি পেইচিংএ বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ ' নীতিসম্পন্ন কৃষি বীমা কর্মসূচী' প্রকাশিত হবে। যার ফলে গ্রামাঞ্চলে বীমার আয়ত্ত সম্প্রসারিত হবে।
তিনি বলেছেন, চীনের কৃষি উত্পাদনের সম্মুখীন প্রাকৃতিক ঝুঁকি অপেক্ষাকৃত গুরুতর। গত বছর দুর্যোগ কবলিত শস্য ক্ষেত্রের আয়তন ৪ লাখ ১০ লক্ষেরও বেশী একরে দাঁড়িয়েছে। এর পাশাপাশি গ্রামাঞ্চলের সমাজিক নিশ্চয়তাব্যবস্থা ততটা সম্পূর্ণ নয়। ব্যাপক গ্রামবাসীদের মধ্যে রয়েছে প্যাশন ও স্বাস্থ্য নিশ্চয়তা সহ নানা ধরনের বাস্তব অসুবিধা।
ভাইস চেয়ারম্যান চৌও ঠিন লি বলেছেন, কৃষি বীমা এবং বাড়ীঘর, কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন সম্পত্তির বীমা নিশ্চিত হওয়ার ফলে প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ক্ষয়ক্ষতি কববে। তিনি জোর দিয়ে বলেছেন, ব্যাপক কৃষক যাতে বীমা থেকে কল্যাণ পেতে পারেন সেই জন্যে চীনের বীমা তত্ত্বাবধান কমিশন গ্রামাঞ্চলের বীমা নিশ্চয়তার আয়ত্ত আরও সম্প্রসারণ করবে।
|