পেইচিংয়ের বিভিন্ন মহলের নাগরিক প্রতিনিধিরা পয়লা এপ্রিল পেইচিং অলিম্পিক বন পার্কে চীনের প্রেসিডেন্ট হু চিনথাওসহ চীনের নেতৃবৃন্দের সঙ্গে বাধ্যতামূলক বৃক্ষরোপন করেছেন।
পয়লা এপ্রিল হল পেইচিং শহরের ২৩তম গণ বাধ্যতামূলক গণ বৃক্ষরোপন দিবস। পেইচিংয়ের প্রায় ২০লাখ নাগরিক এবারের বাধ্যতামূলক বৃক্ষরোপনে অংশ নেন।
পেইচিং অলিম্পিক বন পার্ক অলিম্পিক গেমস ২০০৮'র স্টেডিয়ামের উত্তরাঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক কয়েক বছরে হু চিনথাওসহ চীনের নেতৃবৃন্দ বহুবার এখানে বৃক্ষরোপন করেছেন।
জানা গেছে, চীনের বসন্তকালে সবুজীকরণ কাজ বর্তমানে দক্ষিণ থেকে উত্তর চীন চালানো হচ্ছে। জাতীয় বন বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে, এখন পর্যন্ত সারা চীনে ৯লাখ হেকটর বৃক্ষরোপন করা হয়েছে। নাগরিকরা বাধ্যতামূলকভাবে প্রায় ৪০কোটি গাছ রোপন করেছেন।
|