ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩১ মার্চ জানায়, উত্তর ইরাকের তাল আফার জেলার ট্রাক বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫২তে পৌঁছেছে। এটি ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৃহত্তম বিস্ফোরণের ঘটনা।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ৩১ মার্চ একটি ব্রিফিং সভায় বলেছেন, ২৭ মার্চ তাল আফার জেলায় দুটি ট্রাক বিস্ফোরিত হয়েছে। একটি ট্রাকে দুই টন বোমা রাখা ছিলো। এতে ১৫২জন নিহত এবং ৩৪৭ জন আহত হয়েছে এবং ১০০টিরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অন্য বিস্ফোরণে তেমন গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি।
১৪ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী ও ইরাক সরকার কর্তৃক বাগদাদের নতুন নিরাপত্তা পরিকল্পনা চালু হওয়ার পর গত সপ্তাহে ইরাকের অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে। একের পর এক সংঘর্ষ ঘটছে। এতে ৫০০ জনেরও বেশি লোক নিহত এবং কয়েক'শ জন আহত হয়েছে।
|