৩১ মার্চ ছংছিন শহরের সংশ্লিষ্ট মহলের সূত্রে জানা গেছে, সম্প্রতি ৬০টি বহুজাতিক কোম্পানি, ক্রেতা ব্যবসায়ী এবং চেইন সংস্থা আগামী মাসে চীনের ছংছিন শহরে অনুষ্ঠিতব্য পুঁজিবিনিয়োগ সংক্রান্ত আলোচনা সভা এবং বিশ্বজুড়ে ক্রেতা সভায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ৪৫০ কোটি মার্কিন ডলারের ক্রেতা তালিকা সরবরাহ করা হবে।
জানা গেছে, সরবরাহকারীদের পক্ষে ১৮০০টিও বেশী শিল্প-প্রতিষ্ঠান এবার সভায় অংশ নেবে। এ সব শিল্প-প্রতিষ্ঠান যন্ত্র, ইলেকট্রক্স, টেলিযোগযোগ, পরিবেশ সংরক্ষণ, আধুনিক কৃষি এবং খাদ্য ক্ষেত্র থেকে এসেছে।
চীনের ছংছিন পুঁজিবিনিয়োগ সংক্রান্ত আলোচনা সভা এবং বিশ্বব্যাপী ক্রেতা সভা ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর পর প্রত্যেক বছর এক বার করে এই সভা অনুষ্ঠিত হয়। ২০০৫ সাল থেকে প্রত্যেক দু'বছর পর পর এক বার অনুষ্ঠিত হয়। আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পযর্ন্ত চীনের ছংছিন পুঁজিবিনিয়োগ সংক্রান্ত একাদশ আলোচনা সভা এবং বিশ্বব্যাপী ক্রেতা সভা অনুষ্ঠিত হবে।
|