|
|
(GMT+08:00)
2007-03-31 19:10:10
|
অষ্টম দফা চীন-অষ্ট্রেলিয়া অবাধ বাণিজ্য অঞ্চলের আলোচনা পেইচিংএ শেষ হয়েছে
cri
অষ্টম চীন-অষ্ট্রেলিয়া অবাধ বাণিজ্য অঞ্চলের আলোচনা ৩০ মার্চ পেইচিংএ শেষ হয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গেছে, এবার আলোচনায় দু'পক্ষের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তির আংশিক অধ্যায় নিয়ে মোটামূটি মতৈক্য পৌঁছানো গেছে। তা ছাড়া দু'পক্ষের মধ্যে উত্পাদন স্থান, পরীক্ষা ও কোয়াটারটাইম , শুল্ক বিভাগের প্রণালী সহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে।
আলোচনায় দু'পক্ষের মধ্যে নিজ নিজ পণ্যদ্রব্য ক্ষেত্রের প্রথম দরকষাকষি নিয়ে আলোচনা হয়েছে। তা ছাড়া, সেবা ক্ষেত্রের দ্বিতীয় কিস্তির বাধার তালিকা এবং পুঁজিবিনিয়োগ ক্ষেত্রের প্রথম কিস্তির বাধার তালিকা বিনিময় করা হয়েছে।
দু'পক্ষ প্রাথমিকভাবে স্থির করেছে যে, চীন-অষ্ট্রেলিয়া অবাধ অঞ্চলের নবম আলোচনা আগামি জুন মাসের শেষ দিকে পেইচিংএ অনুষ্ঠিত হবে।
|
|
|