সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সম্প্রতি সংঘটিত লড়াইয়ে গরুতর ক্ষয়ক্ষতি হয়। জানা গেছে, এটি হলো ১৯৯১ সালের পর মোগাদিশুতে হওয়ার বৃহত্তম লড়াই।
ইথিওপিয়ার তথ্য মন্ত্রণালয় ৩০ মার্চ জানায়, ইথিওপিয় বাহিনী ও সোমালিয়ার অস্থায়ী সরকারের বাহিনী ২৯ মার্চ একসঙ্গে মোগাদিশুর সশস্ত্র ব্যক্তিদের উপরে আক্রমন চালায়। এতে ২০০ জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। ইথিওপিয় বাহিনীর একটি হেলিকপ্টার বোমায় পড়ে বিধস্ত হয়েছে। লড়াইয়ের পর যৌথ বাহিনী সশস্ত্র ব্যক্তিদের হাত থেকে বেশ কয়েকটি ঘাঁটি দখল করেছে।
অন্য খবরে প্রকাশ, রেড ক্রস আন্তর্জাতিক কমিটির কর্মকর্তা ৩০ মার্চ বলেছেন, ২৯ মার্চ থেকে মোগাদিশুর দুটি প্রধান হাসপাতালে দু'শ জনেরও বেশি আহত লোক চিকিত্সা গ্রহণ করেছে।
|