৩০ মার্চ ইরানে আটক আরেকজন ব্রিটিশ সৈন্যের ইরানের জলসীমায় প্রবেশের স্বীকার সম্বলিত ভিডিও প্রকাশ করেছে। পক্ষান্তরে ব্রিটেন দৃঢ়ভাবে এই অভিযোগের অস্বীকার করেছে এবং ইরানের আচরণ অসহনীয় বলে নিন্দা করেছে।
ইরানের জাতীয় টেলিভিশন এই ভিডিও সম্প্রচার করে। ভিডিওতে নাথেন টোমাস সামারস নামক একজন ব্রিটিশ সৈন্য স্বীকার করেছে যে অনুমোদন ছাড়া তারা ইরানের জলসীমায় প্রবেশ করে এবং এই নিয়ে দুঃখ প্রকাশ করেছে। ব্রিটেনে ইরানের দূতাবাস ইরানে আটককৃত একজন মহিলা ব্রিটিশ সৈন্য ফেয়ে টার্নির একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, একজন সৈন্য হিসেবে তিনি ব্রিটিশ ও মার্কিন সরকারের হস্তক্ষেপ নীতির বলি হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার একই দিনে ইরানের কাছে বিনাশর্তে আটক সৈন্যদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ৩০ মার্চ একটি বিবৃতিতে জাতিসংঘের কাছে এই ব্যাপার নিয়ে স্বাধীন তদন্ত চালানোর আহ্বান জানিয়েছে। কারণ ব্রিটিশ পক্ষ ব্যাখ্যা করে বলেছে যে আটক সৈন্যরা তখন জাতিসংঘের কাজ করছিলেন। তাই রাশিয়ার মতে জাতিসংঘের এই ব্যাপারে একটি স্বাধীন রিপোর্ট দেয়া উচিত।
|